Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় বাড়ি বাড়ি গিয়ে যুব সমাজের ইফতার সামগ্রী বিতরণ

আগৈলঝাড়ায় বাড়ি বাড়ি গিয়ে যুব সমাজের ইফতার সামগ্রী বিতরণ

আগৈলঝাড়া প্রতিনিধি: লকডাউন আগৈলঝাড়ায় করোনা মোকাবেলায় সরকারী বে-সরকারী পর্যায়ে খাদ্য সহায়তা মিললেও কর্মহীন হয়ে পড়া অসহায় রোজাদাররা যখন ইফতার নিয়ে চিন্তিত সেই সময়ে রোজাদারদের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী বিতরণ করলেন যুব সমাজের লোকজন। উপজেলার রাজিহার ইউনিয়নের রাজিহার গ্রামের যুব সমাজের উদ্যোগে তাদের নিজস্ব অর্থায়নে রবিবার বিকেলে ওই গ্রামের অর্ধশতাধিক রোজাদার পরিবারের বাড়ি বাড়ি গিয়ে মুড়ি. চিড়া, ছোলা, চিনি, খেজুর বিতরণ করা হয়েছে।

করোনা মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া রোজাদাররা বাড়িতে বসে ইফতার সামগ্রী হাতে পেয়ে এলাকার যুব সমাজের প্রতি ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়েছেন। অর্ধশতাধিক রোজাদারদের বাড়ি বাড়ি গিয়ে ইফতার সামগ্রী বিতরনে সহযোগীতা করেন কামরুল হাওলাদার, লিটন হাওলাদার, রফিকুল খান, আব্দুর রহমান হাওলাদার, রাশেদ হাওলাদারসহ গ্রামের যুবসমাজের লোকজন।

About admin

Check Also

উজিরপুরে টিএসসি’র স্থান নির্ধারণে জটিলতা, সংবাদ সম্মেলন ও মিছিল

কর্ম যুবকদের দেশ-বিদেশে চাকরির বাজারে চাহিদার চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা, দরিদ্র জনগোষ্ঠীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *