Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রাতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে বরিশালের আগৈলঝাড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহযোগিতায় সোমবার সকালে উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়।

সকালে ফিতা কেটে মেলার শুভ সূচনা ও বর্নাঢ্য র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নিবার্হী অফিসার মো. সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে উদ্ভাবনী মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যৗান রফিকুল ইসলাম তালুকদার, সমাজসেবা অফিসার সুশান্ত বালা, মৎস্য অফিসার মোহাম্মদ আলম, উপজেলা উপজেলা প্রোগ্রামার মোঃ আমিনুল ইসলাম প্রমুখ। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান অংশগ্রহন করেছে।

ডিজিটাল উদ্ভাবনী মেলায় নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদানের পাশাপাশি সকল প্রক্রিয়া জনগনকে অবহিতকরণ, উন্নয়ন ও সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়েছে।

মেলায় স্থানীয় উদ্ভাবন সমূহ প্রদর্শণের ব্যবস্থা করা হয়। বিকেলে মেলায় অংশগ্রহনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

About admin

Check Also

আগৈলঝাড়ায় বোরো চাষে লক্ষ্যমাত্রার চেয়ে ৩হাজার ১৮০ মেট্টিক টন ধান বেশী উৎপাদন

বরিশালের আগৈলঝাড়ায় চলতি ইরি-বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ৩হাজার ১৮০ মেট্টিক টন ধান বেশী উৎপাদন হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *