Breaking News
Home / খেলাধুলা / আইপিএলে কলকাতা নয় এবার অন্য এক দলের হয়ে খেলবেন সাকিব

আইপিএলে কলকাতা নয় এবার অন্য এক দলের হয়ে খেলবেন সাকিব

আইপিএলে কলকাতা নয় এবার অন্য এক দলের হয়ে খেলবেন সাকিব

আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এ দুইবার শিরোপা জিতেছে কোলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। দুইবারই কেকেআর শিবিরের অংশ ছিলেন সাকিব আল হাসান।

কোলকাতার ঘরের ছেলেই হয়ে গিয়েছিলেন টাইগার অলরাউন্ডার। আইপিএল ২০২৩ এও নিলাম থেকে সাকিব আল হাসানকে দলে টেনেছিল ফ্র্যাঞ্চাইজিটি। তবে এবারে কোলকাতার হয়ে মাঠ মাতানো হচ্ছে না সাকিবের।

বরং ডিপিএলে (ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ) মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন বর্তমানে টি-টোয়েন্টি ও ওয়ানডেতে শীর্ষ বাছাই অলরাউন্ডার সাকিব। 
আগামীকাল (৪ এপ্রিল) আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ দল। দলকে নেতৃত্ব দিবেন সাকিব আল হাসান। এই ম্যাচ শেষে ডিপিএলের বাকি অংশ মোহামেডানের হয়ে খেলবেন সাকিব। 

মোহামেডান স্পোর্টিং ক্লাবের ক্রিকেট কমিটির ভাইস চেয়ারম্যান এজিএম সাব্বির নিশ্চিত করেছেন সাকিবের মোহামেডানের হয়ে ডিপিএল খেলার কথা। 

তবে মোহামেডান যদি পরবর্তী ম্যাচ (অগ্রনী ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে) জিততে না পারে, সেক্ষেত্রে সাকিব পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রে। যেখানে এই মুহূর্তে অবস্থান করছে তার পরিবার। 

গেল ৩১ মার্চ থেকে শুরু হয়েছে আইপিএল। দেশের খেলা থাকায় শুরু থেকে দলের শিবিরে যোগ দিতে পারেননি সাকিব আল হাসান। কেবল টুর্নামেন্টের শুরুর অংশ নয়,

দেশের অ্যাসাইনমেন্টের জন্য শেষভাগেও আইপিএলে খেলা হত না সাকিবের। আনঅ্যাভেইলেবল (টুর্নামেন্টের একটা বড় অংশে) সাকিব তাই আইপিএল খেলবেন না চলতি মৌসুমে। 

সাকিবের এই সিদ্ধান্ত পৌষমাস হয়ে এসেছে মোহামেডানের কাছে। ডিপিএল ২০২২-২৩ এ এখন অব্দি ৬ ম্যাচ খেলে কেবল ১ ম্যাচ জিতে পয়েন্ট তালিকার

তলানির দিকে অবস্থান ঐতিহ্যবাহী এই ক্লাবের। সাকিবের সংস্পর্শে এসে টুর্নামেন্টের বাকি অংশে দলটির ভাগ্য বদলাবে কিনা সেটা সময় বলে দিবে

About admin

Check Also

নতুন মুখ নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করলো বিসিবি

নতুন মুখ নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করলো বিসিবি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *