Breaking News
Home / সারাদেশ / বরিশালে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

বরিশালে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বিন¤্র শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করেছে বরিশালের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ।

একুশের প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্বোধণ করা বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের বেদীতে পুস্পার্ঘ্য অর্পণের মধ্যদিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শহীদ মিনারে প্রথম পুস্পার্ঘ্য অর্পণ করেন বরিশালের বিভাগীয় কমিশনার। পরবর্তীতে পর্যায়ক্রমে সিটি মেয়র, জেলা প্রশাসক, বরিশাল রেঞ্জের ডিআইজি,

মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা পুলিশ সুপার, জেলা ও মহানগর আওয়ামী লীগ এবং মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডসহ প্রশাসনের কর্তাব্যাক্তিরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। মঙ্গলবার সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা প্রভাত ফেরীতে অংশগ্রহন করেন।

অপরদিকে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহবায়ক বরিশালের কৃতি সন্তান ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুবের গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা গ্রামের বাড়ির সমাধীতে ও পাশ্ববর্তী শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়। মঙ্গলবার সকালে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের জনতা।

পরে ভাষা সৈনিক কাজী গোলাম মাহবুব ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জহির। শেষে সকল ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

About admin

Check Also

সার্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন

বরিশালের গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নের ভূমি অফিসে বৃহস্পতিবার সকালে সার্বজনীন পেনশন স্কিমের হেল্প ডেস্ক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *