Breaking News
Home / সারাদেশ / সুপ্রীম কোর্টের আইনজীবি,বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সৈয়দ মাহবুবুর রহমান আর নেই

সুপ্রীম কোর্টের আইনজীবি,বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট সৈয়দ মাহবুবুর রহমান আর নেই

সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবি, বরিশালের গৌরনদী উপজেলার কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাহবুবুর রহমান (৭৭) বৃহস্পতিবার ভোরে ঢাকাস্থ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির…রাজিউন)।

সকালে ঢাকা গেন্ডারিয়ায় প্রথম জানাজা ও সুপ্রীম কোর্ট চত্বরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত শেষে একইদিন বাদ মাগরিব গৌরনদী উপজেলার নাঠৈ গ্রামে তৃতীয় জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। উল্লেখ্য সৈয়দ মাহবুবুর রহমান অবিভক্ত গৌরনদী উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন অন্যতম নেতা সৈয়দ মতলুবর রহমান ওরফে মধু মীরের জেষ্ঠ্য পুত্র এবং নোভো কার্গোর পরিচালক মোস্তাফিজুর রহমান দীনু ও ঢাকাস্থ গৌরনদী আগৈলঝাড়া সমিতির সভাপতি সৈয়দ জিয়াউর রহমান নবুর বড় ভাই ছিলেন।

তিনি ১৯৭১ সালে যুদ্ধবন্দি হয়ে যশোর সেনানিবাসে নির্মম নির্যাতনের শিকার হয়েছিলেন। ১৯৭১ সালের ৭ ডিসেম্বর যশোর সেন্ট্রাল জেল থেকে মুক্তি লাভ করেন। তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

About admin

Check Also

উজিরপুরে টিএসসি’র স্থান নির্ধারণে জটিলতা, সংবাদ সম্মেলন ও মিছিল

কর্ম যুবকদের দেশ-বিদেশে চাকরির বাজারে চাহিদার চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা, দরিদ্র জনগোষ্ঠীর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *