Breaking News
Home / সারাদেশ / গৌরনদীতে স্বাধীনতা দিবস উদযাপিত

গৌরনদীতে স্বাধীনতা দিবস উদযাপিত

বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে বরিশালের গৌরনদীতে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকালে দিবসের শুরুতেই একত্রিশবার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের সূচনা করা হয়।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা যুদ্ধে শহিদ মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে পুষ্পস্তবক অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধণ করেন বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী।

বেলা এগারটায় আওয়ামী লীগ ও সকল সহযোগি সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ঢাকা-বরিশাল মহাসড়ক প্রদনি করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

দুপুরে বাসষ্ট্যান্ডস্থ শহীদ আব্দুর সেরনিয়াবাত অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আবদুল্লাহ খানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মো. হারিছুর রহমান,

সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল, ওসি মোঃ আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন আকন, আব্দুল হালিম সহ অন্যান্যরা। বিকেলে শহীদ সুকান্ত বাবু হলরুমে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

About admin

Check Also

আগৈলঝাড়ায় বোরো চাষে লক্ষ্যমাত্রার চেয়ে ৩হাজার ১৮০ মেট্টিক টন ধান বেশী উৎপাদন

বরিশালের আগৈলঝাড়ায় চলতি ইরি-বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ৩হাজার ১৮০ মেট্টিক টন ধান বেশী উৎপাদন হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *