Home / সারাদেশ / বিভাগের সবচেয়ে বেশী পুজা অনুষ্ঠিত আগৈলঝাড়ায়,পুজা মন্ডপ পরিদর্শণে বরিশাল বিভাগীয় কমশিনার

বিভাগের সবচেয়ে বেশী পুজা অনুষ্ঠিত আগৈলঝাড়ায়,পুজা মন্ডপ পরিদর্শণে বরিশাল বিভাগীয় কমশিনার

আগৈলঝাড়া উপজেলায় ১শ ৬০টি মন্ডপে শারদীয় দুর্গা পুজার মধ্যদিয়ে বরিশাল বিভাগের সবচেয়ে বেশী দুর্গা পুজা অনুষ্ঠিত হওয়ায় মহানবমীর পুজা শেষে রবিবার সন্ধ্যার পরে স্ব-পরিবারে আগৈলঝাড়ার পুজা মন্ডপ পরিদর্শণ করলেন বরিশাল বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার।

বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার আগৈলঝাড়ায় মন্ডপ পরিদর্শনের সময় মন্দিরে প্রতিমা দর্শণে আগত ভক্ত ও দর্শনার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। তিনি উপজেলা সদরের কেন্দ্রীয় মন্দির, গৈলা কর্মকারবাড়ি পুজা মন্ডপ, সদরের বিষ্ণু মন্দির, ছবিখারপাড় দুর্গা মন্দির পরিদর্শন করেন।

বিভাগীয় কমিশনার অমিতাভ সরকারের সহধর্মিনী রীতি সরকার, মেয়েসহ তাঁর সফর সঙ্গী ছিলেন বরিশাল অতিরিক্ত জেলা প্রশাসক (শিা আইসিটি) প্রশান্ত কুমার দাস, উপজেলা নির্বাহী অফিসার রওশন ইসলাম চৌধুরী, উজিরপুর এসিল্যান্ড জয়দেব চক্রবর্তী, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব পিয়াস দাস, ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম।

বিভাগীয় কমিশনার অমিতাভ সরকার, এর আগে রবিবার বিকেলে মধ্যযুগের প্রখ্যাত কবি গৈলা গ্রামের বিজয়গুপ্ত প্রতিষ্ঠিত মনসা দেবীর মন্দির পরিদর্শণ করেন বিভাগীয় কমিশনার ড. অমিতাভ সরকার। এসময় তার সহধর্মিণী, তার মেয়েসহ উল্লেখিত কর্মকর্তাগন ছাড়াও গৈলা মনসা মন্দির কমিটির ভারপ্রাপ্ত সভাপতি তারক চন্দ্র দে’সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

About admin

Check Also

বঙ্গবন্ধু ধান-১০০ ধান চাষে কৃষকের মাঝে সাড়া

চলতি বোরো মৌসুমে বরিশালে প্রথমবার বঙ্গবন্ধু ধান-১০০ আবাদ করেই কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তুলনামূলক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *