Home / সারাদেশ / আগৈলঝাড়ায় নতুন প্রজন্মকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে স্মার্ট কার্ড বিতরণ

আগৈলঝাড়ায় নতুন প্রজন্মকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে স্মার্ট কার্ড বিতরণ

আগৈলঝাড়ায় নতুন প্রজন্মকে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানিয়ে স্মার্ট কার্ড বিতরণ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা মডেল ইউনিয়নে নতুন প্রজন্মের ১৫শ জনের মধ্যে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে গৈলা মডেল ইউনিয়ন পরিষদ চত্তরে “নতুন প্রজন্মের ভোট, নৌকায় হোক,” আমরাই গড়বো ডিজিটাল বাংলাদেশ’ এই ম্লোগানে বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র

শুভেচ্ছা স্মারক সম্বলিত নতুন প্রজন্মের নাগরিকদের পরিচয়পত্র হিসেবে ১৫শ জনের মধ্যে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন প্রধান অতিথি হিসেবে ডিজিটাল স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটুর সভাপতিত্বে স্মার্ট কার্ড বিতরণের সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত।

নির্বাচন কমিশন কর্তৃক তৈরীকৃত স্মার্ট কার্ড বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদার, ইউনয়ন আওয়ামী লীগ সভাপতি হালিমুজ্জামান হালিম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চান, উপজেলা যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত,

সাবেক ছাত্রলীগ নেতা সবুজ আকন, আশ্রাফুল আলম দুলাল, ইলিয়াছ শরীফ, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক জাকির পাইক, সিনিয়র সহ-সভাপতি উজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মল্লিক নান্না সংশ্লিষ্ঠ ইউপি সদস্যবৃন্দ।

প্রধান অতিথি তার বক্তব্যে জেলা আওয়ামী লীগ সভাপতি দক্ষিণাঞ্চলের উন্নয়নের রুপকার আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ ও তরুন প্রজন্মের অহংকার সেরনিয়াবাত আশিক আবদুল্লাহ’র শুভেচ্ছা জানিয়ে নতুন প্রজন্মের প্রথম ভোট স্বাধীনতার পক্ষের রাজনৈতিক দল ‘নৌকা’য় দেয়ার আহ্বান জানান।

About admin

Check Also

বরিশালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা

প্রধম ধাপে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *