Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় বখাটের উৎপাতে স্কুল ছাত্রীর আত্মহ’ত্যার চেষ্টা

আগৈলঝাড়ায় বখাটের উৎপাতে স্কুল ছাত্রীর আত্মহ’ত্যার চেষ্টা

রং নম্বরের ফোন রিসিভ করার পরে অপর প্রান্তের বখাটে যুবকের অনবরত উত্যক্তর কারণে বরিশালের আগৈলঝাড়ায় দশম শ্রেণির এক স্কুল ছাত্রী বি’ষপানে আত্মহ’ত্যার চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উপজেলার গৈলা ইউনিয়নের মুড়িহার গ্রামের সুবল সরকারের স্ত্রী যুথিকা সরকার জানান, তাদের মেয়ে দিবা সরকার (১৫) টেমার মালেকা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।

সম্প্রতি মোবাইল ফোনে মেহেন্দিগঞ্জ উপজেলার নিলয় বেপারী নামে এক বখাটের ফোন আসে তার মেয়ের নম্বরে। রং নাম্বার বলে দিবা ফোন রাখার পরেও তিন রাতে অনবরত ওই বখাটে ফোন দিয়ে আমার মেয়েকে উত্যক্ত করে আসছিলো।

বখাটের উত্যক্তের কারণে শনিবার সন্ধ্যায় দিবা তার ফোনে চরম বিরক্ত হয়ে সবার অজান্তে ঘরে থাকা কীটনাশক পান করে আত্মহ’ত্যার করতে চেয়েছিল।

দিবা’র বি’ষপানের পরে পরিবারের স্বজনরা তাকে মুমূ’র্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিলা আক্তার জানান, কীটনাশক পান করে উল্লেীখিত স্কুল ছাত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আগৈলঝাড়া থানার উপ-পরিদর্শক মিলটন মন্ডল হাসপাতালে এসে অসুস্থ স্কুল ছাত্রীর সাথে ঘটনার বিস্তারিত বর্ননা শোনেন।

উপ-পরিদর্শক মিলটন জানান, ওই স্কুল ছাত্রীর পরিবার থেকে থানায় অভিযোগ দায়ের করলে তাদের আইনগত সহযোগিতা করা হবে।

About admin

Check Also

আগৈলঝাড়ায় স্বামী ও তার পরিবার সদস্যদের বিরুদ্ধে থানায় অভিযোগ নারী ইউপি সদস্যর

বরিশালের আগৈলঝাড়ায় স্বামী তার পরিবার সদস্যদের বিরুদ্ধে নির্যাতনসহ শিকারসহ শ্লীলতাহানী ও ছিনতাইয়ের অভিযোগ করেছেন এক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *