Breaking News
Home / সারাদেশ / সন্ধ্যার ভাঙ্গন রোধে মানববন্ধন

সন্ধ্যার ভাঙ্গন রোধে মানববন্ধন

সন্ধ্যা নদীর অব্যাহত ভাঙ্গনে ক্রমেই ছোট হয়ে আসছে জেলার বানারীপাড়া উপজেলার মানচিত্র। প্রতিদিন সন্ধ্যার বুকে বিলীন হয়ে যাচ্ছে নদী তীরবর্তী বাসিন্দাদের ঘরবাড়ি।

ভুক্তভোগী এলাকাবাসী ও নদী সংলগ্ন দুটি স্কুলের শিক-শিার্থীরা ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবিতে নদী তীরে মানববন্ধন করেছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ইলুহার ইউনিয়নের বিহারীলাল একাডেমী মাধ্যমিক বিদ্যালয় ও পূর্ব ইলুহার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক-শিার্থী এবং এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

ইলুহার ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রধানশিক মাহবুবুর রহমান, সাবেক প্রধানশিক অনিল চন্দ্র, সাবেক শিক আব্দুল করিম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক দেলোয়ার হোসেন, ইউপি সদস্য ফারুক হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, ইতোমধ্যে উপজেলার ব্রাহ্মণকাঠি, দান্ডোয়াট, ধানহাটখোলা, শিয়ালকাঠী, বাংলাবাজার, নলেশ্রী, মসজিদ বাড়ি, দাসেরহাট, কালীর বাজার, চাউলাকাঠি, বাসার, গোয়াইলবাড়ি গ্রামের বহু ঘরবাড়ি, ফসলি জমি, মসজিদ, মন্দির নদীগর্ভে বিলীন হয়ে গেছে।

সন্ধ্যার অব্যাহত ভাঙনে বহু পরিবার তাদের শেষ আশ্রয়টুকু হারিয়ে এখন নিঃস্ব হয়ে পরেছেন। সন্ধ্যা নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় প্রতিনিয়ত ভাঙন বেড়েই চলেছে। ভূক্তভোগীরা ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোর দাবি করেন।

About admin

Check Also

সাংবাদিকদের ওপর হামলালাকারী ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথমধাপের বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে সংবাদ সংগ্রহে গিয়ে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *