Breaking News
Home / সারাদেশ / ইউপি নির্বাচন আগৈলঝাড়ায় আওয়ামী লীগের বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

ইউপি নির্বাচন আগৈলঝাড়ায় আওয়ামী লীগের বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আসন্ন ইউপি নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন করার দৃঢ় প্রত্যয়ের লক্ষে বরিশালের আগৈলঝাড়ায় আওয়ামী লীগের বিশেষ সাংগঠনিক সভায় দলীয় মনোনীত চেয়ারম্যান প্রার্থী ব্যাতীত কোন মেম্বর প্রার্থীর পক্ষে-বিপক্ষে দলীয় দ্বায়িত্বশীল নেতা ও জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ বা পরোক্ষ অবস্থান না নেয়ার জন্য কড়া বার্ত দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।

রবিবার রাতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলের সভাপতি শুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ সাংগঠনিক সভায় আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দর উপস্থিতিতে আসন্ন ইউপি নির্বাচন আবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান।

অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নির্বাহী সদস্য ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

তিনি তার বক্তব্যে বলেন- নির্বাচনে দলীয় মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যানদের পক্ষে নৌকা মার্কাকে বিজয়ী করতে দলের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন মনোনীত চেয়ারম্যান প্রার্থী, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দ্বায়িত্বশীল নেতা, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি-সাধারণ সম্পাদক, ভাইস চেয়ারম্যান, জেলা পরিষদ সদস্যগন কোন মেম্বর প্রার্থীর পক্ষে-বিপক্ষে অবস্থান নিয়ে তাদের নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ গ্রহন করতে পারবেন না।

আওয়ামী লীগ জনগনের মৌলিক অধিকার সংরক্ষণে বদ্ধ পরিকর উল্লেখ করে আরও বলেন ভোটাররা তাদের পছন্দের যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে নির্বাচিত করবেন। দলীয় হাই কমান্ডের সিদ্ধান্ত বাস্তবায়ন অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।

সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, রফিুকুল ইসলাম তালুকদার, জেলা পরিষদ সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গোলাম মোস্তফা সরদার, আমিনুল ইসলাম বাবুল,

ইলিয়াস তালুকদার, বিপুল দাস, শফিকুল হোসেন টিটু, উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সভাপতি, সম্পাদক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকসহ দলের দ্বায়িত্বশীল নেতৃবৃন্দ।

প্রসংগত, দ্বিতীয় ধাপের তফসীল অনুযায়ি ১১নভেম্বর আগৈলঝাড়া উপজেলার পাঁচটি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। ####

About admin

Check Also

আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *