Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় গৈলা ইউপি’র উদ্যোগে প্রতিদ্বন্দি প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আগৈলঝাড়ায় গৈলা ইউপি’র উদ্যোগে প্রতিদ্বন্দি প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অবাধ ও সুষ্ঠ নির্বাচন করার লক্ষ্য নিয়ে বরিশালের আগৈলঝাড়ার গৈলা মডেল ইউনিয়ন পরিষদের উদ্যোগে ওই ইউনিয়নের সকল প্রতিদ্বন্দি প্রার্থীদের নিয়ে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা বৃহস্পতিবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সংরক্ষিত ও সাধারন সদস্য পদের প্রার্থীদের নিবিঘেœ ভোট প্রদানের মাধ্যমে নির্বাচিত করতে সকল ধরেনরে সাহায্য ও সহযোগীতার আশ^াস প্রদান করন উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

গৈলা মডেল ইউনিয়ন পরিষদের হল রুমে বিনা প্রতিদ্বন্দিতায় নবনির্বাচিত চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু’র সভাপতিত্বে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভায় অবাধ, সুষ্ঠ ও সবার কাছে গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে বিভিন্ন সমস্যার সমাধান কল্পে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

অন্যানদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত, আওয়ামী লীগ নেতা আব্দুস সাত্তার মোল্লা, বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাস,

বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম, রতœপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা সরদার, গৈলা ইউনিয়ন আওামীলীগ সভাপতি হালিমুজ্জামান হালিম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম চান, ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দী প্রার্থী সৌরভ মোল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রসংগত, দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ১১নভম্বর উপজেলা পাঁচটি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এর আগে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ২৪ অক্টোবর দলীয় কার্যালয়ে,৩নভেম্বর উপজেলা প্রশান ও নির্বাচন কমিশনের উদ্যোগে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পাঁচটি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ায় শুধুমাত্র পাঁচটি ইউনিয়নে সংরতি সদস্য পদে ৪৭জন, সাধারণ সদস্য পদে ১৭৬জনসহ মোট ২২৩জন প্রার্থী আগামী ১১নভেম্বর নির্বাচনের জন্য প্রতিদ্বন্দিতা করবেন।

About admin

Check Also

বরিশালে প্রতীক পেয়েই প্রচারনায় ২২ চেয়ারম্যান প্রার্থী

প্রথম ধাপে বরিশল জেলার দুইটি উপজেলা পরিষদ নির্বাচনের দুইজন চেয়ারম্যান পদের প্রার্থীসহ চারজন তাদের মনোনয়নপত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *