Breaking News
Home / খেলাধুলা / অবশেষে বিশেষ এক উপায়ে কোচ ডমিঙ্গোকে বরখাস্ত করছে বিসিবি

অবশেষে বিশেষ এক উপায়ে কোচ ডমিঙ্গোকে বরখাস্ত করছে বিসিবি

অবশেষে বিশেষ এক উপায়ে কোচ ডমিঙ্গোকে বরখাস্ত করছে বিসিবি

পাকিস্তান সিরিজ শেষ হওয়ার পর বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাবেন হেড কোচ রাসেল ডমিঙ্গো। যদিও ডমিঙ্গোকে ইতোমধ্যে বরখাস্ত করার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক কর্তা।

অর্থাৎ, ডমিঙ্গো নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন ‘আপৎকালীন’ কোচ হিসেবে! চুক্তি অনুযায়ী ১ ডিসেম্বর থেকে বিসিবির সঙ্গে ডমিঙ্গোর দুই বছরের চুক্তি কার্যকর হয়ে যাওয়ার কথা ছিল।

১ ডিসেম্বরের পর তাকে কোনো কারণে বরখাস্ত করলে অন্তত এক বছরের পুরো টাকা (বেতন) তাকে দিতে হতো। কিন্তু ডমিঙ্গোর সঙ্গে বিসিবির চুক্তির ১৮.১ ধারা অনুযায়ী,

৩০ নভেম্বরের মাঝে বিসিবি তাকে যখন তখন টার্মিনেট করার ক্ষমতা রাখে এবং শুধুমাত্র সেক্ষেত্রে তাকে মাত্র তিন মাসের বেতন দিলেই চলবে! দক্ষিণ আফ্রিকান এই কোচকে বিদায় দেয়ার জন্য আইনজীবীর পরামর্শ নিয়েছে বিসিবি।

আইনজীবীর পরামর্শ অনুযায়ীই নতুন পথ খুঁজে পেয়েছে বিসিবি। বিসিবির সেই কর্তা বলেন, ‘আমরা সিদ্ধান্ত নেয়ার আগে আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে নিয়েছি। সে জন্যই চিঠিতে তারিখ ৩০ নভেম্বর দেয়া।

‘আগের চুক্তির ১৮.১ ধারায় বলা আছে, বিসিবি কোনো কারণ ব্যাখ্যা না করেই তাকে যখন তখন টার্মিনেট করতে পারে। সে ক্ষেত্রে অবশ্য তাকে তিন মাসের বেতন দিতে হবে।

আগের চুক্তি অনুযায়ী যে টাকা হয় আমরা তাকে দিয়েও দেব। জানা গেছে, ডমিঙ্গো চাইলেও আইনি লড়াই লড়তে পারেন। কিন্তু জাতীয় দলে তার কাজের পরিবেশ পুরোপুরি নষ্ট হওয়ার শঙ্কায় এমনটা করার কোনো ইচ্ছেই দেখা যাচ্ছে না তার মাঝে।

ইতোমধ্যে জাতীয় দলের বেশ কিছু সুবিধাও হাতছাড়া হচ্ছে ডমিঙ্গোর। জাতীয় দলের ক্যাম্পে দেখা যাচ্ছে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনকে। যিনি ডমিঙ্গোর কাজের দেখভালও করছেন।

এছাড়াও, বিদেশ সফরে গেলে সুইট রুম পেয়ে থাকেন কোনও দলের অধিনায়ক ও ম্যানেজার। কিন্তু ম্যানেজারের বদান্যতায় এতদিন সুইট রুম পেয়ে আসছিলেন ডমিঙ্গো। জানা গেছে, আসন্ন নিউজিল্যান্ড সফরে সুইট রুমও পাওয়া হচ্ছে না ডমিঙ্গোর।

About admin

Check Also

নতুন মুখ নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করলো বিসিবি

নতুন মুখ নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করলো বিসিবি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *