Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

আগৈলঝাড়ায় প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সমগ্র জাতির সাথে বিনম্র শ্রদ্ধা আর কৃতজ্ঞ চিত্তে স্মরণের মধ্য দিয়ে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে।

এ উপলে মঙ্গলবার সকাল সাড়ে দশটায় আওয়ামী কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

প্রচার ও প্রকাশনা সম্পাদক ফরহাদ তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যো আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লীগ নেতা আবু তাহের মিয়া, আবুল বাশার হাওলাদার, বিপুল দাস, অনিমেষ মন্ডল, বজলুর রহমান হাওলাদার, হালিমুজ্জামান হালিম, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত।

আলোচনা সভায় মুক্তিযোদ্ধা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনাসভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ফজলুল হক।

অন্যদিকে সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা ও শহীদ বুদ্ধিজীবিদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলার শহীদ সুকান্ত আবদুল্লাহ অডিটোরিয়মে উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

আলোচনা সভায় সহকারী কমিশনার (ভূমি) নেহের নিগার তনু, ইউএইচএএফপিও ডা. বখতিয়ার আল মামুন, ওসি (তদন্ত) মাজহারুল ইসলাম, প্রাণি সম্পদ অফিসার আশুতোষ রায়সহ সরকারী কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনাসভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া-মোনাজাত।

About admin

Check Also

আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *