Breaking News
Home / সারাদেশ / বুদ্ধিজীবী দিবসে বরিশালের সেই “মরার ভিটায়” প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী নিবেদন

বুদ্ধিজীবী দিবসে বরিশালের সেই “মরার ভিটায়” প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী নিবেদন

জেলার গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের মরার ভিটায় অরক্ষিত ১৩৫ শহীদের বধ্যভূমিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন প্রশাসনের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

মঙ্গলবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে ওই বধ্যভূমিতে অস্থায়ীভাবে নির্মিত স্তম্ভে শ্রদ্ধাঞ্জলী নিবেদনের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান ও শহীদ পরিবারের সদস্যরা শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন।

এসময় বধ্যভূমিতে আগত শহীদ পরিবারের সদস্যরা কান্নায় ভেঙ্গে পরলে স্বজনহারাদের শান্তনা দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

শেষে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম, ইসমাত হোসেন রাসু ও শহীদ পরিবারের সদস্যরা।

অন্যদিকে শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ট সন্তানদের প্রতি যথাযোগ্য মর্যদায় শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সিটি কর্পোরেশন, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা শ্রদ্ধা নিবেদন করেছেন।

দিবসের প্রথম প্রহরে রাত ১২.১ মিনিটে নগরীর ত্রিশ গোডাউন বন্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করা জয়। সকালে জেলা প্রশাসকের দপ্তর সম্মুখে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি নামফলক স্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপির নেতৃবন্দ।

সকাল ১০টায় বদ্ধভূমিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিভাগীয় কমিশনার সাইফুল ইসলাম বাদল, জেলা প্রশাসক মোঃ জসীম উদ্দীন হায়দার, রেঞ্জ ডিআইজি এসএম আখতারুজ্জামানসহ প্রশাসনের কর্মকর্তারা।

About admin

Check Also

আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *