Breaking News
Home / সারাদেশ / কারাবন্দীদের মাঝে করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন

কারাবন্দীদের মাঝে করোনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন

জেলায় প্রথমবারের মতো কেন্দ্রীয় কারাগারে কারা নিবাসীদের মাঝে কোভিড-১৯ প্রতিরোধ ভ্যাকসিন প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় ও কেন্দ্রীয় কারাগারের আয়োজনে বরিশাল কেন্দ্রীয় কারাগারে এ কার্যক্রমের উদ্বোধণ করেন জেলা প্রশাসক মো. জসীম উদ্দীন হায়দার।

এসময় জেলা প্রশাসকের পক্ষ থেকে কারাবন্দীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমী আক্তার।


একইদিন সকালে জেলার দশ উপজেলার মধ্যে গৌরনদী উপজেলায় সর্বপ্রথম স্কুল ও কলেজ পর্যায়ের ১২ থেকে ১৭ বছর বয়সের ছাত্র-ছাত্রীদের মধ্যে করোনা ভাইরাস প্রতিরোধকল্পে ফাইজারের টিকা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

পৌর সদরের বেসরকারি এবি সিদ্দিক ডায়াগনস্টিক সেন্টারে টিকাদান কার্যক্রমের উদ্বোধণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। প্রথমদিনে ১৫’শ শিক্ষার্থীদের টিকা প্রদান করা হয়েছে।

About admin

Check Also

বরিশালে প্রতীক পেয়েই প্রচারনায় ২২ চেয়ারম্যান প্রার্থী

প্রথম ধাপে বরিশল জেলার দুইটি উপজেলা পরিষদ নির্বাচনের দুইজন চেয়ারম্যান পদের প্রার্থীসহ চারজন তাদের মনোনয়নপত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *