Breaking News
Home / খেলাধুলা / ক্রিকেট ইতিহাসে প্রথম দল হিসেবে অনন্য এক রেকর্ড গড়লো বাংলাদেশ

ক্রিকেট ইতিহাসে প্রথম দল হিসেবে অনন্য এক রেকর্ড গড়লো বাংলাদেশ

ক্রিকেট ইতিহাসে প্রথম দল হিসেবে অনন্য এক রেকর্ড গড়লো বাংলাদেশ

‘বাঁ হাতের খেলা’ কথাটি শুনলে প্রথমেই অবাক হবেন আফগান ক্রিকেট দল। তবে বৃহস্পতিবার মিরপুরে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পর স্কোরবোর্ডের দিকে তাকালে দেখা যাবে আফগানরা এই কথাটিকে ‘বিশ্বাস’ করবে।

কারণ আফগানদের ১০ উইকেটের সবকটিই ঝুলিতে পুরেছেন বাংলাদেশি বাঁ-হাতি বোলাররা। যেখানে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রতিপক্ষের সবকটি উইকেট তুলে নিয়েছেন বাঁ-হাতি বোলাররা।

মিরপুরে টাইগারদের করা রেকর্ডের শুরুটা হয়েছিল ঘূর্ণি বলে আর শেষটা হয়েছিল দ্রুত গতির বলে। বাংলাদেশের দেওয়া ১৫৬ রানের লক্ষ্যে নাসুম আহমেদের ঘূর্ণিতে (৪-০-১০-৪) ২০ রানেই ৪ উইকেট হারায় আফগানিস্তান।

দিশেহারা আফগানদের হাল ধরেন অধিনায়ক মোহাম্মদ নবি ও নাজিবুল্লাহ জাদরান। পঞ্চম উইকেট জুটি যখন সেট হয়ে এগোচ্ছিল, তখনই বাধ সাধলেন সাকিব আল হাসান (৪-০-১৮-২)।

আফগান অধিনায়ককে ডিপ কাভারে আফিফ হোসেনের ক্যাচে পরিণত করে ভেঙে দেন ৩৭ রানের জুটি। যা একই সঙ্গে সাকিবের সীমিত ওভারের ৪০০তম উইকেট। একটু পরে বাঁ-হাতি ব্যাটার নাজিবুল্লাহকেও ড্রেসিংরুমের পথ দেখান বিশ্বসেরা এই অলরাউন্ডা

দুই স্পিনারের ঘূর্ণিতে নাকাল হওয়া আফগানদের পতনে বাকি আনুষ্ঠানিকতা সারেন দুই বাঁ-হাতি পেসার, শরীফুল ইসলাম (৩.৪-০-২৯-৩) ও মোস্তাফিজুর রহমান (৩-০-১৯-১)। নাসুম, সাকিব, শরিফুল ও মোস্তাফিজ চাইলে এখন মুনিম শাহরিয়ারকে একটা ‘ধন্যবাদ’ দিতেই পারেন।

কারণ অফস্পিনার মাহেদি হাসানের বলে জাজাইয়ের ক্যাচ পয়েন্টে দাঁড়িয়ে মুনিম না ফস্কালে রেকর্ডটা যে বাংলাদেশের করা হত না!

About admin

Check Also

নতুন মুখ নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করলো বিসিবি

নতুন মুখ নিয়ে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা করলো বিসিবি ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে প্রথম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *