Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় সরকারী খাল দখল করে দোকান ঘর নির্মাণ

আগৈলঝাড়ায় সরকারী খাল দখল করে দোকান ঘর নির্মাণ

জেলার আগৈলঝাড়া উপজেলার মাগুরা বাজার সংলগ্ন সরকারী খাল দখল করে দোকান ঘর নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি।

স্থানীয়রা জানিয়েছেন, সরকারী খালের একপাশ দখল করে স্থানীয় ইসমাইল হাওলাদারের ছেলে মহিদুল হাওলাদার খালের মধ্যে প্রায় ৫০ হাত লম্বা দোকান ঘর নির্মাণ কাজ শুরু করেছেন। দোকানটি নির্মাণের হলে খালের পানি প্রবাহ বন্ধ হওয়ার আশংকা রয়েছে।

রাজিহার ইউনিয়নের চেয়ারম্যান ইলিয়াস তালুকদার জানান, সরকারী খাল ও জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণের ব্যাপারে এলাকাবাসীকে নিষেধ করা হয়েছে। এরপরেও যদি কেউ অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

অভিযোগ অস্বীকার করে মহিদুল হাওলাদার বলেন, আমাদের রেকর্ডিয় সম্পত্তিতে দোকান ঘর নির্মান করা হচ্ছে। আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম বলেন, খালের মধ্যে ব্যক্তি মালিকানা রেকর্ড হতে পারেনা।

বিষয়টি খোঁজ খবর নিয়ে খুব শীঘ্রই খালের মধ্য থেকে দোকান ঘর অপসারনের ব্যবস্থা গ্রহন করা হবে বলেও তিনি (ইউএনও) উল্লেখ করেন।

About admin

Check Also

তিন লাখ রেনু পোনা জব্দ, ৯ জেলে আটক

বরিশালের হিজলা ও মুলাদীতে অভিযান চালিয়ে ৯ জেলেকে আটক করা হয়েছে। এসময় তিন লাখ রেনু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *