Home / সারাদেশ / থাকছেনা ময়লার ভাগাড় নির্মিত হবে শপিংমল, বিসিসি মেয়রের পরিকল্পনা

থাকছেনা ময়লার ভাগাড় নির্মিত হবে শপিংমল, বিসিসি মেয়রের পরিকল্পনা

নগরীর ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জীবনমান উন্নয়নে বৃহৎ পরিকল্পনার কথা জানিয়েছেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।

নগরীর ময়লার ভাগাড় অন্যত্র স্থানান্তর করে ওইস্থানে বৃহৎ শপিংমল স্থাপন করার পরিকল্পনা করা হয়েছে। ওই শপিংমলে সিনেমা হলসহ বিনোদনের সব ব্যবস্থা রাখা হবে।

ভাগাড়েরস্থানে সিটি সেন্টার নির্মিত হলে বরিশাল বিভাগের বিনোদন প্রিয় মানুষরা এসে আনন্দঘন সময় কাটাতে পারবেন বলেও আশা ব্যক্ত করেছেন সিটি মেয়র।

ময়লার ভাগাড় এলাকা পরিদর্শন করে সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ বলেছেন, ময়লার ভাগাড় ও তার আশপাশের বাসিন্দাদের আর বেশিদিন দুর্বিষহ জীবনযাপন করতে হবেনা।

ইতোমধ্যে বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ এলাকায় ময়লার ভাগাড় স্থানান্তরের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ ব্যাপারে ভারত সরকারের সাথে ইতোমধ্যে একটি চুক্তি স্বারিত হয়েছে। চুক্তি অনুযায়ী পুরো অর্থ ছাড় পাওয়া গেলে শায়েস্তাবাদে ময়লার ভাগাড় স্থাপন করা হবে।

শায়েস্তাবাদ এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করে সিটি মেয়র বলেন, ওই এলাকায় ভাগাড় স্থানান্তর হলেও সেখানে পরিবেশ বিপর্যয়ের কোনো আশঙ্কা থাকবে না। গার্ভেজ প্লান্ট স্থাপনের মাধ্যমে সব বর্জ্য রিসাইকিং করা হবে।

বর্তমান ভাগাড়ের প্রায় সাত একর জমিতে সিটি সেন্টার নির্মাণের পরিকল্পনার বিষয়ে সিটি মেয়র বলেন, এখানে দেশের সর্বাধুনিক সুবিধা সম্বলিত একটি শপিংমল নির্মাণের পরিকল্পনা রয়েছে।

যেখানে মানুষ তাদের প্রয়োজনীয় কেনাকাটার পাশাপাশি বিনোদনের সবটুকু উপভোগ করতে পারবেন। পরিকল্পনা বাস্তবায়নে কেউ উৎসাহী থাকলে তাকে যোগাযোগের জন্যও মেয়র আহবান করেছেন।

About admin

Check Also

বরিশালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা

প্রধম ধাপে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *