Home / সারাদেশ / বরিশালে বাম গণতান্ত্রিক জোটের হরতাল

বরিশালে বাম গণতান্ত্রিক জোটের হরতাল

জ্বালানি তেল, ইউরিয়া সার, নিত্যপণ্যের দাম ও পরিবহন ভাড়া কমানোর দাবিতে বরিশালে অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট।

বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে নগরীর জেলখানার মোড়, কাকলীর মোড়, গির্জা মহল্লাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে অবস্থান নেন জোটের নেতারা। এসময় তারা সদর রোড সড়ক অবরোধ করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে দোকান ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক ছিলো।

আন্দোলনরত সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের মহানগর শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক বিজন সিকদার জানান, জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণে জনজীবনে দুর্ভোগের সীমা ছাড়িয়েছে। এর জাঁতাকলে পরে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।

এ থেকে মুক্তি পেতে নিত্যপণ্যের আকাশচুম্বী দাম নিয়ন্ত্রণসহ তেলের দাম কমানোর দাবি সর্বস্তরের মানুষের। তাই হরতালের সমর্থন জানিয়ে সাধারণ মানুষও বিক্ষোভ অংশগ্রহণ করেছেন।

ভোরে নগরীর কয়েকটি স্থানে পিকেটিংয়ের খবর পাওয়া গেলেও দুপুর ১২টা পর্যন্ত চলমান হরতালে বড়ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হরতাল উপলক্ষে মেট্রোপলিটন পুলিশ সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষার্থে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে কঠোর নিরাপত্তা বলয় সৃষ্টি করেছিলো।

About admin

Check Also

বরিশালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা

প্রধম ধাপে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *