Breaking News
Home / সারাদেশ / জামাত-বিএনপি’র নৈরাজ্যর প্রতিবাদে আগৈলঝাড়ায় একযোগে পাঁচ ইউনিয়নে আ.লীগের শান্তি সমাবেশ

জামাত-বিএনপি’র নৈরাজ্যর প্রতিবাদে আগৈলঝাড়ায় একযোগে পাঁচ ইউনিয়নে আ.লীগের শান্তি সমাবেশ

জামাত-বিএনপি জোটসহ স্বাধীনতা বিরোধীদের দেশ বিরোধী নৈরাজ্যর প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। উপজেলার পাঁচটি ইউনিয়নে ১১ ফেব্রুয়ারি বিকেল তিনটায় একযোগে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।

শান্তি সমাবেশ অনুষ্ঠানের জন্য বৃহস্পতিবার সকাল এগারোটায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক বিশেষ জরুরী প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে সভায় শান্তি সমাবেশ সফল করার লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন বরিশাল জেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন।

সভায় রাজিহার ইউনিয়নে বাশাইল ওয়াপদা বাজারে, বাকাল ইউনিয়নে বাকালহাট প্রাঙ্গনে, বাগধা ইউনিয়নের পূর্বপাড় বাজারে, গৈলা ইউনিয়নে গৈলা বাজারে দলীয় কার্যালয়ের সামনে এবং রত্নপুর ইউনিয়নের ছয়গ্রাম বাজারে বিকেল তিনটায় একযোগে এই শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
এসব সমাবেশে উপজেলা আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দরা উপস্থিত থেকে বক্তব্য রাখবেন।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এসএম হেমায়েত উদ্দিন, মো. রুস্তুম সেরনিয়াবাত, নিত্যানন্দ মজুমদার, আব্দুস ছাত্তার মোল্লা, ইলিয়াস তালুকদার, বিপুল দাস, গোলাম, মোস্তফা সরদার, মাইকেল মালাকার, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুল,

রফিকুল ইসলাম তালুকদার, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক রমনী কান্ত সরকার, তথ্য ও গবেষণা সম্পাদক তপন বসু, দপ্তর সম্পাদক নিখিল সমদ্দার, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ফরহাদ তালুকদার,

বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বজলুল হক মন্টু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো. ফারুক হাওলাদার, মহিলা বিষয়ক সম্পাদক পিয়ারা ফারুক বখতিয়ার, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মো. আবু তাহের মিয়া, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক তারক চন্দ্র দে, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হরে কৃষ্ণ রায় পলাশ,

সাংগঠনিক সম্পাদক অনিমেষ মন্ডল, রেমন ভূইয়া, সহ দপ্তর সম্পাদক প্রদীপ কুমার লাহেড়ী উজ্জল, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কেএম আজাদ রহমান, কোষাধ্য পুলিন চন্দ্র বাড়ৈ, গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু,

স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ফিরোজ শিকদার, সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ছরোয়ার দাড়িয়া, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, কলেজ ছাত্র লীগ সভাপতি বরুন বাড়ৈসহ প্রমুখ নেতৃবৃন্দ।

About admin

Check Also

সাংবাদিকদের ওপর হামলালাকারী ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথমধাপের বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে সংবাদ সংগ্রহে গিয়ে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *