Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় মাটি কাটা নিয়ে সংঘর্ষে গ্রাম পুলিশসহ ৩ জন আহত

আগৈলঝাড়ায় মাটি কাটা নিয়ে সংঘর্ষে গ্রাম পুলিশসহ ৩ জন আহত

বরিশালের আগৈলঝাড়ায় মাটি কাটা নিয়ে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় গ্রাম পুলিশসহ ৩ জন আহত হয়েছে। আহতদের মধ্যে একজনকে কুপিয়ে জখম করায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে উপজেলার ভালুকশী গ্রামের লিয়াকত আলী মৃধার ছেলে আসাদুজ্জামান মৃধা তার নতুন ঘর নির্মাণের জন্য মাটি কাটা শুরু করে।

একই বাড়ির মনসুর আলী ফকিরের ছেলে মোক্তার ফকির মাটি কাটার স্থান তাদের নিজেদের জায়গা দাবী করে মাটি কাটায় বাঁধা দিলে উভয়ের মধ্যে বাকবিতন্ডা শুরুর এক পর্যায়ে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে।

আহত আসাদুজ্জামান জানান, আমরা নিজেদেরে জায়গা থেকে মাটি কাটার সময়ে প্রতিপক্ষের মোক্তার ফকির মাটি কাটায় বাঁধা প্রদান করে তার নেতৃত্বে ইব্রাহিম ফকির, পারুল ফকির ও সেলিম প্যাদা ধারালো দা দিয়ে এলোপাথারি শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আমার হাতের একটি আঙ্গুল বিছিন্ন করে।

আমাকে বাবা হামলা থেকে আমাকে রক্ষায় এগিয়ে এলে হামলাকারিরা আমার বাবা লিয়াকত আলী মৃধা ও ভালুকশী ৫নং ওয়ার্ডের গ্রাম পুলিশ সদস্য ইমরান ফকিরকে মারধর করে আহত করে।

স্থানীয়রা আহতাবস্থায় আসাদুজ্জামান মৃধাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. তরিকুল ইসলাম তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় আহত আসাদুজ্জামান মৃধার পক্ষ থেকে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রতিপক্ষের মোক্তার ফকির জানান, বাড়ির বিরোধীয় জায়গার মাটি কাটায় তাদের বাঁধা দিলে হামলা-সংঘর্ষের ঘটনা ঘটে।

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, মাটি কাটা নিয়ে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

About admin

Check Also

সাংবাদিকদের ওপর হামলালাকারী ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথমধাপের বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে সংবাদ সংগ্রহে গিয়ে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *