Home / সারাদেশ / আগৈলঝাড়ায় ৮শ টাকার কাঁচামরিচ এখন দেড়শ টাকা

আগৈলঝাড়ায় ৮শ টাকার কাঁচামরিচ এখন দেড়শ টাকা

বরিশালের আগৈলঝাড়ায় মাত্র তিন দিনের ব্যবধানে প্রতি কেজি কাঁচামরিচের ৬৫০ টাকা কমে এখন তা বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে।

গত শুক্রবার যে কাঁচামরিচের কেচি বিক্রি হয়েছিল ৮শটাকা কেজি দরে সেই মরিচ মঙ্গলবার বিক্রি হচ্ছে মাত্র দেড়শ টাকায়।

বাজারের ব্যবসায়ি তুহিন হাওলাদার জানায়, আড়তে মরিচের আমদানী হওয়ায় দাম কমেছে। বিশেষ করে ভারত থেকে কাঁচা মরিচ আমদানী করায় তার প্রভাব পরেছে বাজারগুলোতে।

কাঁচা বাজার ব্যবসায়িরা আরও বলেন-ঈদের সময়ে ভারতের সাথে স্থল বন্দর বন্ধ থাকায় এবং অতি বৃস্টির কারণে স্থানীয়ভাবে মরিচের উৎপাদন কমে যাওয়ায় আড়ৎদাড়রা তাদের ইচ্ছেমত কাঁচামরিচের দাম বাড়িয়েছি। এখন তা স্বাভাবিক হয়ে আসছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ দোলন চন্দ্র রায় বলেন, আগে ‘আগে প্রচন্ড খরতাপের কারণে মরিচের উৎপাদন কম হয়েছে আর এখন বৃষ্টির কারণে গাছে ফুল ও ফল নষ্ট হয়েছে।

কোথাও কোথাও জমিতে পানি ওঠায় মরিচ গাছ মরে গেছে তাই উৎপাদন কম হওয়ায় আড়ৎদাড়রা তাদের মতো করে দাম বাড়িয়েছিল।

বাজার স্বাভাবিক রাখতে সরকার কাঁচা মরিচ আমদানী করায় এখন দাম কমেছে। কারণ এটা পচনশীল দ্রব্য তাই স্টক করার সুযোগ না থাকায় ক্রমান্বয়ে আরও দাম কমবে বলেও জানান তিনি।

About admin

Check Also

বরিশালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা

প্রধম ধাপে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *