Home / সারাদেশ / আওয়ামী লীগে যোগদান করেই আওয়ামী লীগ কার্যালয় ভাংচুরের অভিযোগ
????????????????????

আওয়ামী লীগে যোগদান করেই আওয়ামী লীগ কার্যালয় ভাংচুরের অভিযোগ

২০০৪ সালে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের নৌকা মার্কার প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ’র গাড়ি পোড়া মামলার এক নাম্বার আসামী তৎকালীন যুবদল নেতা ও বর্তমানে আওয়ামী লীগে যোগদানকারী জহিরুল ইসলাম জহিরের বিরুদ্ধে বিএনপি’র নেতাকর্মীদের নিয়ে আ’লীগের আঞ্চলিক কার্যালয় ভাংচুরের অভিযোগ করেছেন এক যুবলীগ নেতা।

সোমবার সকালে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ফরহাদ হোসেন জুয়েল অভিযোগ করে বলেন, দলীয় কার্যক্রমকে বেগবান করার লক্ষে উপজেলার নলচিড়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের হাজিপাড়ায় শনিবার দুপুরে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করেন ওয়ার্ড আ’লীগের সভাপতি আব্দুর রব মৃধা সহ স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

উদ্বোধনের একদিন পরই রোববার দুপুরে সদ্য আওয়ামী লীগে যোগদানকারী জহিরুল ইসলাম জহিরের নেতৃত্বে ছাত্রদল নেতা সুমন ফকির, বিএনপি নেতা লোকমান, কালাম, আলিম, সজিব সহ ১০/১৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে প্রকাশ্যে দিবালোকে কার্যালয় সহ বিলবোর্ড ভাংচুর করে।

অভিযোগ করে তিনি (জুয়েল) আরও বলেন, ২০০৪ সালে আওয়ামী লীগের নৌকা মার্কার প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহর নির্বাচনী কাজে ব্যবহৃত গাড়ি পোড়া মামলার এক নাম্বার আসামী জহির ২০১৮ সালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের হাত ধরে আওয়ামী লীগে যোগদান করে।

এনিয়ে সে (জহির) মোট চারবার আওয়ামী লীগে যোগদান করেছে। সর্বশেষ আওয়ামী লীগে যোগদানের পর থেকেই অদৃশ্য শক্তির ইশারায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের শায়েস্তা করতে বেপরোয়া হয়ে উঠছে।

এরইমধ্যে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুশীল করাতীর দিঘী দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোকন মল্লিক তার (জহির) আপন বেয়াই হওয়ায় একের পর এক অপরাধ করেও পার পেয়ে যাচ্ছে।

তবে আওয়ামী লীগের আঞ্চলিক কার্যালয় ভাংচুর ও অন্যান্য অভিযোগ সম্পূর্ন অস্বীকার করেছেন জহিরুল ইসলাম জহির। এ বিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, বিষয়টি আমার জানা নেই। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

About admin

Check Also

বরিশালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা

প্রধম ধাপে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *