Breaking News
Home / সারাদেশ / কুপিয়ে জখম করে ননদের বিয়ের টাকা লুট
????????????????????

কুপিয়ে জখম করে ননদের বিয়ের টাকা লুট

গৃহবধুকে কুপিয়ে জখম করে বিয়ে বাড়ি থেকে নগদ টাকা চুরি করে নিয়েছে সঙ্ঘবদ্ধ চোরেরা। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে বরিশালের গৌরনদী পৌরসভার ১নং ওয়ার্ড সুন্দরদী গ্রামের নীলখোলা এলাকার আসমান আলী ঘরামীর বাড়িতে এই ঘটনা ঘটে। খবরপেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

আসমান আলী ঘরামীর ছেলে সাদ্দাম ঘরামী অভিযোগ করে বলেন, আগামী রোববার (১৭ সেপ্টেম্বর) আমার ছোট বোনের বিয়ের দিন ধার্য আছে। বিয়ের বাজার-সওদা ক্রয়ের জন্য আমার প্রবাসী ভাইয়ের বসতঘরে নগদ ৭০ হাজার টাকা গচ্ছিত ছিলো।

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে আমার ভাইয়ের স্ত্রী রোকসানা বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে বসতঘর থেকে বের হলে তার মুখ চেপে ধরে মারধর করে।

এরইমধ্যে কয়েকজন বসতঘরে ঢুকে নগদ টাকা চুরি করে নিয়ে যায়। এসময় সে ডাক-চিকৎকার দেওয়ার চেষ্টা করলে গৃহবধু রোকসানাকে সঙ্ঘবদ্ধ চোরেরা কুপিয়ে জখম করে পালিয়ে যায়।

পরে আহত রোকসানাকে স্থানীয় ভাবে চিকিৎসা দেয়া হয়। এবিষয়ে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন জানান, খবরপেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

About admin

Check Also

বরিশাল জেলার ছয় আসনে ৫৪ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

দ্বাদশ জাতীয় নির্বাচনে বরিশালের ছয়টি আসনে ৫৪ প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *