Home / সারাদেশ / আগৈলঝাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১২ জন

আগৈলঝাড়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত ১২ জন

বরিশালের আগৈলঝাড়ায় যাত্রীবাহি লোকার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীযাত্রীসহ কমপক্ষে ১২জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৬জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, বরিশাল থেকে সোমবার দুপুরে ছেড়ে আসা পয়সারহাটগামী যাত্রীবাহি লোকাল বাস ঝিনুক (ঢাকা মেট্রো ব-১১-০৪১) এর সাথে বরিশালগামী ট্রাক (ঢাকা মেট্রো ট-১৫-২০০৪) এর মুখোমুখি সংঘর্ষ হয়।

আগৈলঝড়ার ফুল্লশ্রী গ্রামের মডেল মসজিদ এলাকায় বিকেল তিনটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী লোকাল পরিবহনের নারী যাত্রীসহ অন্তত ১২জন আহত হয়।

খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। অন্যান্য আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছে। দুর্ঘটনার পরপরই চালকেরা পালিয়ে গেছে।

এ ঘটনায় কিছু সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেলেও পুলিশ দ্রুত যান চলাচলের ব্যবস্থা করেছে। দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাক পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান ওসি মাজহারুল ইসলাম।

About admin

Check Also

বরিশালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা

প্রধম ধাপে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *