Breaking News
Home / সারাদেশ / মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে সভা

মা ইলিশ সংরক্ষণ অভিযান সফল করতে সভা

আগামী ১২অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান শতভাগ সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে নৌ-পুলিশ বরিশাল অঞ্চলের আয়োজনে লঞ্চঘাট টার্মিনাল ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে নৌ-পুলিশের ডিআইজি মোঃ মিজানুর রহমান জেলেদের উদ্দেশ্য বলেছেন, আগামী ২২ দিন মা ইলিশ ধরা বন্ধ থাকলে তাহার সুফল আপনারাই পাবেন।

তাই সরকার নির্ধারিত সময়ে নদীতে কেউ জাল ফেলবেন না এটাই হোক সবার অঙ্গিকার। তিনি আরও বলেন, ২২দিন মা ইলিশ ধরা, বিক্রি ও ক্রয়ের সাথে যাদেরকে পাওয়া যাবে সকলকেই আইনের আওতায় আনা হবে। তাই মা ইলিশ সংরক্ষণ অভিযান শতভাগ সফল করতে সরকার নির্ধারিত এইসময়ে ডিআইজি সকলের সহযোগিতা কামনা করেছেন।

জেলা নৌ পুলিশ সুপার মোঃ কফিল উদ্দিনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সহকারী পুলিশ সুপার আব্দুর রাজ্জাক মোল্লা, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হুমায়ূন কবির প্রমুখ।

About admin

Check Also

সাংবাদিকদের ওপর হামলালাকারী ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথমধাপের বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে সংবাদ সংগ্রহে গিয়ে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *