Breaking News
Home / সারাদেশ / গৌরনদীতে ট্রাক চাঁপায় মাছ ব্যবসায়ি ও ভ্যান চালক নিহত

গৌরনদীতে ট্রাক চাঁপায় মাছ ব্যবসায়ি ও ভ্যান চালক নিহত

বরিশালের গৌরনদীতে বেপরোয়াগতির ট্রাক চাঁপায় এক মাছ ব্যবসায়ি ও ভ্যান চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। সোমবার ভোরে ঢাকা-বরিশাল মহাসড়কের বাটাজোড় বাইচখোলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সরিকল ইউনিয়নের সাকোকাঠি গ্রামের মাছ ব্যবসায়ী বরুন দাস (৫৫) এবং বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের আগরপুর গ্রামের বাসিন্দা ব্যাটারী চালিত ভ্যান চালক আয়নাল বেপারী (৬০)।

গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা জানা, সোমবার ভোরে আগরপুর থেকে মাছ ক্রয়ের জন্য প্রতিদিনের ন্যায় ব্যাটারীচালিত ভ্যানযোগে গৌরনদীর মাহিলাড়া বাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বরুন ও আয়নাল।

পথিমধ্যে বাটাজোড় বাইচখোলা নামকস্থানে পৌঁছলে বরিশালগামী একটি ট্রাক বেপরোয়াগতিতে যাওয়ার সময় ভ্যানটিকে চাঁপা দেয়। এতে ঘটনাস্থলেই মাছ ব্যবসায়ী বরুন দাস ও ভ্যানচালক আয়নাল বেপারী নিহত হয়। তিনি আরও জানান, পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

About admin

Check Also

গৌরনদীতে তিন দূর্ঘটনায় আহত-১৫

বরিশালের গৌরনদীতে পৃথক তিনটি গাড়ি দূর্ঘটনায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *