Breaking News
Home / সারাদেশ / বরিশালে নারীর রাজনৈতিক মতায়ন প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত

বরিশালে নারীর রাজনৈতিক মতায়ন প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত

রাজনীতিতে নারীর মতায়ন তথা রাজনৈতিক কর্ম প্রকৃয়ায় নারীর অংশ গ্রহনের মাত্রা ও কার্যকারিতা বৃদ্ধির উদ্দেশ্যে নিয়ে রূপান্তর উন্নয়ন সংস্থার আয়োজনে বরিশাল জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১ টায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌহিদুজ্জামান পাভেল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মুনিবুর রহমান, বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায়, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান, বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার শেখ আবদুল্লাহ সাদীদ, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, সনাক সভাপতি ও নারী নেত্রী অধ্যাপিকা শাহ্ সাজেদা, সেইন্ট বাংলাদেশ এর প্রধান নির্বাহী কাজী জাহাঙ্গীর কবির, আভাস এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, আইসিডিএ প্রধান উপদেষ্টা আনোয়ার জাহিদ।

সভায় নারীর রাজনৈতিক মতায়ন প্রকল্পটি বরিশাল জেলার সদর উপজেলা, বানারীপাড়া, বাকেরগঞ্জ ও গৌরনদীসহ ৪টি উপজেলায় বাস্তবায়ন করা হবে বলে জানানো হয়। প্রকল্প বাস্তবায়ন করবে আভাস।

About admin

Check Also

আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *