Breaking News
Home / সারাদেশ / বরিশালে মায়ের হ’ত্যাকারীর ফাঁ’সির দাবিতে দুই ছেলের মানববন্ধন

বরিশালে মায়ের হ’ত্যাকারীর ফাঁ’সির দাবিতে দুই ছেলের মানববন্ধন

নগরীর ২৮নং ওয়ার্ডের শেরে বাংলা সড়কের মা মঞ্জিলে বড় ভাইয়ের স্ত্রী বিলকিস বেগমকে তার সাত বছরের নাবালক শিশু সন্তান ইমন শরীফের সামনে কু’পিয়ে হ’ত্যাকারী ছোট চাচার ফাঁ’সির দাবিতে মানববন্ধন করেছেন নি’হতের দুই পুত্র।

সোমবার বেলা সাড়ে ১১টায় নগরীর প্রাণকেন্দ্র সদর রোডে অনুষ্ঠিত মানববন্ধনে নি’হতের নাবালক সন্তান ইমন শরীফ (১৪) ও তার ছোট ভাই শান্ত শরীফ (১২) সহ নিকট আ’ত্মীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় পুলিশের অভিযানে গ্রে’ফতার হয়ে কারাগারে থাকা মুলঘা’তক ছোট চাচা আলম শরীফের ফাঁ’সির দাবি করে বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভে’ঙ্গে পরেন সেইদিনের প্রত্য’ক্ষদর্শী নি’হতের পুত্র ইমন শরীফ।

বক্তারা বলেন, বর্তমানে হ’ত্যাকারী আলম শরীফের ভা’ড়াটিয়া স’ন্ত্রা’সীরা মা’মলা উত্তোলনের জন্য নি’হতের পিতা ও মা’মলার বাদি মফিজ উদ্দিন হাওলাদারকে বিভিন্ন ধরনের ভ’য়ভীতি প্রদর্শন করে আসছে।

প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মা’মলার বাদি মফিজ উদ্দিন হাওলাদার, ইমনের নানী শাহিনুর বেগম, মামা সিব্বির আহমেদ, বসির আহমেদ, নাসির উদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, জো’রপূর্বক ব্যাংকের চেকে স্বাক্ষর নেয়ায় ব্যর্থ হয়ে ২০১৩ সালের ১৪ ডিসেম্বর রাত আনুমানিক আটটার দিকে বিলকিস বেগমকে ধারালো অ’স্ত্র দিয়ে কু’পিয়ে জ’খম করে তার ছোট দেবর আলম শরীফ।

মু’মূর্ষ অবস্থায় প্রথমে তাকে শেবাচিম হাসপাতালে ও পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ৫১দিন চিকিৎসাধীন অবস্থায় তার মৃ’ত্যু হয়।

About admin

Check Also

আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *