Home / সারাদেশ / আগৈলঝাড়ায় লকডাউনে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

আগৈলঝাড়ায় লকডাউনে স্বাস্থ্যবিধি না মানায় ভ্রাম্যমান আদালতে জরিমানা

বরিশাল বরিশালের আগৈলঝাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে লকডাউনে স্বাস্থ্যবিধি না মানায় থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যমান আদালতের পরিচালিত অভিযানে আটটি মামলায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

সরকার কর্তৃক ঘোষিত লকডাউন কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নসহ করোনাভাইরাস এর বিস্তার রোধে জনগণের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বাসাইল বাজার, চেংগুটিয়া বাজার, গৈলা বাজার, দাসেরহাট, রথখোলা,

আগৈলঝাড়া বাজারসহ জনসমাগমস্থলে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা৷ নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম বাজারে আগত লোকজনকে মাস্ক ব্যবহারে উৎসাহিতকরণ,

সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা, জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়া এবং মাস্ক ব্যতীত কেউ যাতে কোন প্রকার সেবা না পায় সেটি নিশ্চিত করার জন্য বিভিন্ন দোকান মালিক ও ব্যবসায়ীদের নির্দেশনা প্রদান করা হয়। ।

এ সময় লকডাউন ও স্বাস্থ্যবিধি না মানায় ৪ ব্যক্তি ও ৩টি প্রতিষ্ঠানকে ২৩০০ টাকা জরিমানা করে তা আদায় করে আদালত।

About admin

Check Also

বরিশালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা

প্রধম ধাপে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *