Home / সারাদেশ / যারা অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে তারাই ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে চিন্তিত: ওবায়দুল কাদের

যারা অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে তারাই ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে চিন্তিত: ওবায়দুল কাদের

বরিশাল সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনার সাথে লড়াই করার পাশাপাশি উন্নয়ন কাজও নিশ্চিত করতে হবে স্বাস্থ্যবিধি মেনে। লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যবিধি মানতে হবে কঠোরভাবে।

বরিশাল জোনের সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান সড়ক ও মহাসড়কে ঈদের প্রস্তুতি উপলক্ষ্যে সড়ক ও জনপথ বিভাগ বরিশাল জোনের কর্মকর্তাদের সাথে শনিবার বেলা সোয়া এগারোটার দিকে এক ভাচুর্য়াল সভায় ঢাকা থেকে ভিডিও কনফারেন্স সংযুক্ত হন মন্ত্রী।

এসময় মন্ত্রী আরও বলেন, করোনাকাল কবে শেষ হবে তা অনিশ্চিত। কিন্তু আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়তে হবে। যারা স্বাস্থ্যবিধি না মানবে তাদের শাস্তির আওতায় আনতে হবে।

বিরোধী দল প্রসঙ্গে মন্ত্রী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে তারাই উদ্বিগ্ন যারা অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। তাই মন্ত্রী সবাইকে অপপ্রচার ও গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহবান করেছেন।

ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ফোর লেন প্রকল্পের অগ্রগতিতে মন্ত্রী অসন্তোষ প্রকাশ করে পায়রা ও বেকুটিয়া সেতুর নির্মাণ কাজ যথাসময়ে শেষ করার তাগিদ দিয়েছেন।

এ সময় বরিশাল জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আবু হেনা মোঃ তারেক ইকবাল মন্ত্রীকে জানিয়েছেন, ভাঙ্গা-বরিশাল-কুয়াকাটা ফোর লেন মহাসড়কের জমি অধিগ্রহণ চলমান রয়েছে।

বরিশাল জোনে ১২টি প্রকল্প চলমান আছে। সার্বিক অগ্রগতি ৫৫ ভাগ। এবারের ঈদ যাত্রায় কোনো দুর্ভোগ হবেনা বলেও তিনি মন্ত্রীকে আশ্বস্ত করেছেন।

ভাচুর্য়াল সভায় ঢাকা থেকে সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম, প্রধান প্রকৌশলী মোঃ আব্দুস সবুর ছাড়াও বরিশাল বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

About admin

Check Also

বরিশালে উপজেলা চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের উপর হামলা

প্রধম ধাপে বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল মার্কার চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ওপর হামলার ঘটনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *