Breaking News
Home / সারাদেশ / সর্বপ্রথম করোনা মুক্ত উপজেলা গড়ার অঙ্গিকার

সর্বপ্রথম করোনা মুক্ত উপজেলা গড়ার অঙ্গিকার

বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম করোনা মুক্ত উপজেলা হবে গৌরনদী। এ অঙ্গিকার ব্যক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে নিয়ে কঠোর অবস্থানে মাঠে কাজ করছেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস।

অন্যান্যদিনের ন্যায় কঠোর লকডাউনের তৃতীয়দিনে সরকার ঘোষিত বিধিনিষেধ শতভাগ বাস্তবায়নে কঠোর অবস্থানে মাঠপর্যায়ে কাজ অব্যাহত রেখেছেন উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

তারই ধারাবাহিকতায় রবিবার সকালে উপজেলার টরকী বন্দর, গৌরনদী বাসষ্ট্যান্ড, মাহিলাড়াসহ বিভিন্ন গুরুত্বপূর্ন পয়েন্টে অভিযান চালিয়ে লকডাউনে সরকারি নিদের্শনা ও স্বাস্থ্যবিধি না মানায় দোকান মালিক, মোটরসাইকেল চালকসহ সাতটি মামলায় পাঁচ হাজার দুইশ’ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস। মোবাইল কোর্টে সহযোগিতা করেন গৌরনদী মডেল থানার এসআই কামাল হোসেন ও আওলাদ হোসেন।

এছাড়া উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস বিভিন্ন গুরুত্বপূর্ণস্থানে হ্যান্ড মাইক নিয়ে করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য টিকা গ্রহণে জনসাধারণকে উদ্ধুব্ধ করেন।

অপরদিকে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে গৌরনদী হাইওয়ে থানা পুলিশ। অন্যান্যদিনের ন্যায় রবিবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে বরিশাল-ঢাকা মহাসড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রাখতে মহাসড়কের বিভিন্নস্থানে চেকপোষ্ট বসানো হয়।

বিনা কারনে রাস্তায় বের হওয়া যানবাহনগুলোকে আটক করে হাইওয়ে থানায় নেয়া হয়েছে। লকডাউন বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন গৌরনদী হাইওয়ে থানা পুলিশ।

About admin

Check Also

আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *