Breaking News
Home / সারাদেশ / বরিশালে করোনা ওয়ার্ডের লা’শ নামানো নিয়ে স্বজনদের ভোগান্তি

বরিশালে করোনা ওয়ার্ডের লা’শ নামানো নিয়ে স্বজনদের ভোগান্তি

সার্বক্ষনিক লিফটম্যান না থাকার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃ’ত রোগীর লা’শ নিচে নামানো নিয়ে চরম ভোগান্তিতে পরছেন মৃ’তের স্বজনসহ সংশ্লিষ্টরা।

সোমবার সকালে একাধিক মৃ’ত রোগীর পরিবারের স্বজনরা এমনটাই অভিযোগ করেছেন। সূত্রমতে, গত শনিবার রাতে লিফটম্যান না থাকায় লা’শ নামানো নিয়ে চরম ভোগান্তিতে পরেন মৃ’ত রোগী রওশন আরা বেগমের (৬৫) স্বজনেরা।

শনিবার বিকেলে করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন রওশন আরা বেগম। পরে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন দিবাগত ভোর রাতে করোনা ওয়ার্ডের চার তলায় তিনি মৃ’ত্যু বরণ করেন।

ভোর রাতে রওশন আরা বেগমের লা’শ নিয়ে গ্রামের বাড়ি যেতে চাইলেও লিফটম্যান না থাকার কারনে তার লা’শ নিচে নামানো যায়নি। পরবর্তীতে রবিবার সকাল সাড়ে আটটার দিকে লিফটম্যান আসার পর রওশন আরা বেগমের লা’শ নিয়ে গ্রামের বাড়িতে ফিরে যান তার পরিবার।

এ ব্যাপারে করোনা ওয়ার্ডের মাষ্টার ফেরদৌস হোসেন জানান, বিষয়টির খোঁজ খবর নিয়ে হাসপাতালের পরিচালককে অবহিত করা হবে।

About admin

Check Also

বরিশালে প্রতীক পেয়েই প্রচারনায় ২২ চেয়ারম্যান প্রার্থী

প্রথম ধাপে বরিশল জেলার দুইটি উপজেলা পরিষদ নির্বাচনের দুইজন চেয়ারম্যান পদের প্রার্থীসহ চারজন তাদের মনোনয়নপত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *