Breaking News
Home / সারাদেশ / বরিশালের দুই আওয়ামীলীগ নেতাকে তুলে নেয়ার অভিযোগ

বরিশালের দুই আওয়ামীলীগ নেতাকে তুলে নেয়ার অভিযোগ

সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ সাইয়েদ আহমেদ মান্না এবং বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি মমিন উদ্দিন কালুকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকধারীরা ধরে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরে বোনের বাসা থেকে মান্নাকে ধরে নিয়ে যাওয়া হয় বলে দাবি করেছেন তার বড় ভাই সাবেক ছাত্রলীগ নেতা শেখ মাসুদ আহমেদ রানা।

তবে তাদের ধরে নিয়ে যাওয়ার বিষয়ে কিছুই জানা নেই বলে দাবি করেছেন, বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি।
শেখ সাইয়েদ মান্না বরিশাল সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মরহুম শেখ কুতুব উদ্দিন আহমেদের কনিষ্ঠ পুত্র।

এর আগে বুধবার রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসারের বাসভবন এলাকায় পুলিশ ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় কোতোয়ালি মডেল থানা পুলিশ দায়ের করা মামলার দুই নম্বর আসামি শেখ সাইয়েদ মান্না। একই মামলার ৪৬ নম্বর আসামি মমিন উদ্দিন কালু।

কাউন্সিলর মান্নার বড়ভাই শেখ মাসুদ আহমেদ রানা অভিযোগ করেন, তার ছোটভাই মান্না ঢাকার মোহাম্মদপুর সিয়া মসজিদ এলাকার বোনের বাসায় অবস্থান করছিলেন।

শুক্রবার রাত পৌনে ১০টার দিকে সাদা পোশাকে আসা কয়েকজন লোক নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে মান্নাকে টেনে হিচরে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

মমিন উদ্দিন কালুকে শুক্রবার সন্ধ্যায় বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের বাসা থেকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে ধরে নিয়ে যায় বলে জানিয়েছেন তার শ্যালক আরিফুর রহমান।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি নুরুল ইসলাম পিপিএম বলেন, কাউন্সিলর শেখ সাইয়েদ মান্না ও মমিন উদ্দিন কালুকে আটকের বিষয়ে কোন তথ্য জানা নেই।

About admin

Check Also

বরিশালে নারী শ্রমিককে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ২

সদর উপজেলার রায়াপাশা-কড়াপুর ইউনিয়নের এক নারী শ্রমিককে (২২) বাসার সামনে থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *