Breaking News
Home / সারাদেশ / শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত আগৈলঝাড়া কেন্দ্রীয় শহীদ মিনার

শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত আগৈলঝাড়া কেন্দ্রীয় শহীদ মিনার

আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবসে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের জনতার শ্রদ্ধা জানাতে এখন প্রস্তুত হয়েছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার। মুজিববর্ষ উপলক্ষে এবছর নতুন আঙ্গিকে সজ্জিত ও আলোকসজ্জা করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার।

একুশের প্রথম প্রহরে সরকারী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রী কলেজ প্রাঙ্গনে কেন্দ্রীয় এই শহীদ মিনারে বাংলা ভাষার জন্য আন্দোলনে শহীদ হওয়া সকল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাবনত চিত্তে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করবেন

মন্ত্রী মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল-১ আসনের এমপি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ’র পক্ষে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

এর পরে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করবেন উপজেলার প্রশাসন, থানা পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, আওয়ামী লীগ ও অংগ সহযোগী সংগঠন, প্রেসকাব, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ এই জনপদের সর্বস্তরের জনগন।

গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু’র ব্যবস্থাপনায় উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মো. উজ্জল হোসেনের তত্ববধানে পুরো শহীদ মিনার ও কলেজ চত্তরের সৌন্দর্য বৃদ্ধির কাজ বাস্তবায়ন করা হয়েছে।

সজ্জিত করা হয়েছে শহীদ মিনারের পাদদেশে শৈল্পিক আল্পনা, দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে ডিজিটাল ওয়াল পেইন্ট, প্যান্ডেল ও আশপাশে শোভা পাছে ব্যানার, ফেস্টুন। করা হয়েছে বাহারী আলোক সজ্জা।

About admin

Check Also

বরিশালে নারী শ্রমিককে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ২

সদর উপজেলার রায়াপাশা-কড়াপুর ইউনিয়নের এক নারী শ্রমিককে (২২) বাসার সামনে থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *