Breaking News
Home / সারাদেশ / গৌরনদীতে লকডাউনে স্বাস্থ্য বিধি মানার নেই বালাই

গৌরনদীতে লকডাউনে স্বাস্থ্য বিধি মানার নেই বালাই

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লকডাউনের ৬ষ্ঠ দিন গতকাল শনিবারে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রশাসন প্রচার-প্রচারনা ও ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রাখলেও বরিশালের গৌরনদী উপজেলার হাট-বাজারগুলোতে স্বাস্থ্য সচেতনতার বালাই নেই কারো মধ্যে।

প্রশাসনের অভিযানের কথা শুনলেই মাক্স পরাসহ অন্যান্য বিষয়ে সচেতন হয়ে উঠে বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা। প্রশাসন ফিরে গেলে আবার অসেচতন হয়ে পরছেন তারা। দোকান-পাট, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও মানা হচ্ছেনা স্বাস্থ্য বিধি। এমনকি সরকারি নির্দেশ অমান্য করে খোলা রয়েছে একাধিক কোচিং সেন্টার।

স্বাস্থ্যবিধি মেনে চলতে নাগরিকদের সচেতন করতে দিনরাত প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস। শুক্রবার রাতে ও শনিবার সকালে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ন মোড়ে,

হাট-বাজার অভিযান চালায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাস। এ সময় গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক সহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

About admin

Check Also

সার্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন বুথ উদ্বোধন

বরিশালের গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নের ভূমি অফিসে বৃহস্পতিবার সকালে সার্বজনীন পেনশন স্কিমের হেল্প ডেস্ক ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *