Home / সারাদেশ / আগৈলঝাড়ায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের চার তলা অফিস ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

আগৈলঝাড়ায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের চার তলা অফিস ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন

বরিশালের আগৈলঝাড়ায় জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নিজস্ব অফিসের জন্য চার তলা ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ চত্তরে উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে চার তলা অফিস ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, আগৈলঝাড়া জনস্বাস্থ্য প্রকৌশলী ইমরান খান, গৌরনদী জনস্বাস্থ্য প্রকৌশলী মোস্তাফিজুর রহমানসহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।

সূত্র মতে, ৩২ লাখ টাকা ব্যয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে ৯৮০স্কয়ার ফিট চার তলা ফাউন্ডেশনকৃত অফিস ভবনের একতলা কমপ্লিট ভবনের নির্মাণ কাজ বাস্তবায়নের কার্যাদেশ দেয়া হয়েছে মেহেন্দিগঞ্জের ঠিকাদারী প্রতিষ্ঠান এসএস কনস্ট্রাকশনের সত্বাধিকারী সাহাবুদ্দিন আজাদকে। উদ্বোধন শেষে দোয়ার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

About admin

Check Also

বঙ্গবন্ধু ধান-১০০ ধান চাষে কৃষকের মাঝে সাড়া

চলতি বোরো মৌসুমে বরিশালে প্রথমবার বঙ্গবন্ধু ধান-১০০ আবাদ করেই কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তুলনামূলক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *