Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও

আগৈলঝাড়ায় মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করলেন ইউএনও

বরিশালের আগৈলঝাড়ায় অষ্টম শ্রেণি পড়–য়া মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত।
আদালতের পেশকার মো. সিদ্দিকুর রহমান জানান, বুধবার বিকেলে থানা পুলিশের সহায়তায় উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের খোকন খানের মেয়ে

ও আমবৌলা দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী তামান্না খানমের (১৪) সাথে পাশ্ববর্তী কোটালীপাড়া উপজেলার নৌয়াদা গ্রামের সামচুল হকের ছেলে শেহাব উদ্দিন ওরফে সোহাগের (২২) বিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পূর্ব নির্ধারিত তারিখ ছিল।

বাল্য বিয়ের খবরে বুধবার সন্ধ্যায় মেয়ের বাড়িতে যান ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম। এসময় তামান্নার পরিবার ভ্রাম্যমান আদালতকে নোটারী পাবলিকের কার্যালয়ের মাধ্যমে তার মেয়ের বিয়ের কাগজপত্র দেখান।

পরে তামান্না প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত তাকে বিয়ে না দেওয়ার শর্তে তামান্নার পিতা খোকন খানের মুচলেকা আদায় করেন আদালতের বিচারক মো. আবুল হাশেম।
আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল হাশেম জানান,

সামাজিক ব্যাধি বাল্য বিয়ের রাষ্ট্রিয় আইনে কোনো স্বিকৃতি না থাকায় সবার সমন্বিত প্রচেষ্টায় বাল্য বিয়ে বন্ধ করা সম্ভব হয়েছে। বাল্য বিবাহ বন্ধে উপজেলা প্রশাসন সব সময় তৎপর রয়েছে বলেও জানান তিনি।

About admin

Check Also

আগৈলঝাড়া উপজেলায় যতীন্ত্র নাথ মিস্ত্রীর প্রার্থীতা বাতিল, একক প্রার্থী আব্দুর রইচ সেরনিয়াবাত

বরিশালের আগৈলঝাড়ায় ঋণ খেলাপীর কারনে চেয়ারম্যান প্রার্থী যতীন্দ্র নাথ মিস্ত্রীর প্রার্থীতা বাতিল করেছে নির্বাচন কমিশন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *