Breaking News
Home / সারাদেশ / শেবাচিমের ১৫ নার্সকে শোকজ

শেবাচিমের ১৫ নার্সকে শোকজ

কর্তব্যে অবহেলার অভিযোগে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের লেবার ওয়ার্ডের ১৫ জন সিনিয়র স্টাফ নার্সকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

আগামী তিন কর্মদিবসের মধ্যে নোটিশপ্রাপ্তদের লিখিত জবাব দিতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।

হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলামের স্বারিত কারন দর্শানোর নোটিশ শোকজপ্রাপ্ত নার্সদের কাছে পৌঁছে দেয়া হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে তথ্যের সত্যতা নিশ্চিত করে হাসপাতালের পরিচালক বলেন, হাসপাতালের ডাক্তার রাউন্ডে আসলে গত ১০ জুলাই লেবার ওয়ার্ডে দায়িত্বপালনের সময়ে নার্সদেরকে কর্তব্য কাজে পাওয়া যায়নি।

তাছাড়া নার্সদের এমন দায়িত্ব অবহেলার কারণে ডেলিভারি রোগীর মারাত্মক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। যা সরকারি কর্মচারী শৃঙ্খলা আপীল বিধিমালার পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।

নোটিশপ্রাপ্তরা হলেন-লোবার ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স সুলেখা রানী সিকদার, রাবেয়া আক্তার, কবিতা হালাদার, দিপ্তী রানী ঘরামী, পান্না অধিকারী, ফারজানা আক্তার, অর্পিতা দাস, খাদিজা আক্তার, ত্রিবেনী রায়, মুক্তা মিস্ত্রী, রেখা বাড়ৈ, ফাহিমা আক্তার, বিউটি মন্ডল, ইন্টার্ন নার্স লুবনা আক্তার ও অপরুপা গাইন।

About admin

Check Also

স্বীকৃতির দাবিতে অনশনরত অন্তঃসত্তা তরুনীর ওপর হামলা

বরিশালের গৌরনদীতে গর্ভের সন্তানসহ স্ত্রীর মর্যাদার প্রেমিকের বাড়িতে অনশনরত অন্তঃস্বত্তা তরুনীকে পিটিয়ে রক্তাক্ত জখম করার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *