Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ

আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ কারেন্ট জাল জব্দ

বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশের সহায়তায় উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে পয়সারহাট সুগন্ধা নদী ও পাশ^বর্তি খাল থেকে ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে। জব্দকৃত অবৈধ জাল জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করে দিয়েছে আদালত।

আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাটে প্রবহমান সুগন্ধা নদী পাশ^বর্তি খাল থেকে অভিযান চালিয়ে ৮০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেন অভিযান পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নেহের নিগার তনু।

জব্দকৃত অবৈধ জাল ওই দিন সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্তরে বিচারকের উপস্থিতিতে পুড়িয়ে ফেলা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা চন্দ্র শেখর সোম।

About admin

Check Also

বরিশালে নারী শ্রমিককে তুলে নিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার ২

সদর উপজেলার রায়াপাশা-কড়াপুর ইউনিয়নের এক নারী শ্রমিককে (২২) বাসার সামনে থেকে তুলে নিয়ে গণধর্ষণ করা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *