Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় পবিত্র আশুরা পালিত

আগৈলঝাড়ায় পবিত্র আশুরা পালিত

বরিশালের আগৈলঝাড়ায় যথাযথ ধর্মীয় ভাব গাম্ভির্য্যর মধ্য দিয়ে শুক্রবার পবিত্র আশুরা পালিত হয়েছে।
এ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার বাদ জুম্মা উপজেলা কেন্দ্রীয় মসজিদসহ বিভিন্ন সমজিদে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে অনেক ধর্মপ্রাণ মুসুল্লী রোজা রেখে, নামাজ আদায় করে দরিদ্রদের মধ্যে শুকনা ও রান্না করা খাবার বিতরণ করেছেন। বিভিন্ন মসজিদে হযরত ইমাম হোসাইন এর জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে
পবিত্র আশুরা বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। ইসলামী ধর্ম মতে, মহররমের ১০ তারিখকে আশুরা বলে। দিবসটি ধর্মপ্রাণ মুসুল্লীদের কাছে শোকের দিনও।

হিজরি ৬১ সনের ১০ মহররম মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর নাতি হযরত ইমাম হোসাইন (রাঃ), তার পরিবার এবং ইমাম হোসাইনের অনুসারীরা সত্য ও ন্যায়ের পক্ষে যুদ্ধ করতে গিয়ে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ (এজিদ) বাহিনীর হাতে শহীদ হন।

কারবালার বেদনা ও শোকের ঘটনা স্মরণ করে বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীরা যথাযোগ্য মর্যাদায় দিনটি পালন করে আসছে। কারবালার শোকাবহ ওই ঘটনা পবিত্র আশুরার শাশ্বত বাণী সবাইকে অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হতে এবং সত্য ও সুন্দরের পথে চলতে প্রেরণা যুগিয়ে আসছে।

About admin

Check Also

আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *