Breaking News
Home / সারাদেশ / বরিশালে করোনায় ২৪ ঘন্টায় তিনজনের মৃ’ত্যু

বরিশালে করোনায় ২৪ ঘন্টায় তিনজনের মৃ’ত্যু

গত ২৪ ঘন্টায় বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে তিনজনের মৃ’ত্যু হয়েছে। একই সময় বিভাগে নতুন করে ১৩৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর এ সময়ের মধ্যে শনাক্তের ছয়গুনেরও বেশি ৯২১ জন সুস্থতা লাভ করেছেন।

বৃহষ্পতিবার দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘন্টায় শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে তিনজন এবং করোনা ওয়ার্ডে আক্রান্ত একজনসহ ভোলায় দুইজনের মৃ’ত্যু হয়েছে। সবমিলিয়ে বিভাগে করোনায় মোট মৃ’ত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪০ জন।

একই সময় নতুন করে ১৩৩ জন করোনায় আক্রান্ত হওয়ার মধ্যদিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ হাজার ২৩৬ জনে। আর এসময়ের মধ্যে সুস্থ ৯২১ জনকে নিয়ে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩৫ হাজার ৫৩৫ জন।

নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন বরিশাল জেলায় ৩৭ জন, পটুয়াখালীতে ৩০ জন, ভোলায় ৩৩ জন, পিরোজপুরে নয়জন, বরগুনায় ১২ জন ও ঝালকাঠিতে ১২ জন।

About admin

Check Also

সাংবাদিকদের ওপর হামলালাকারী ইউপি সদস্য গ্রেপ্তার

প্রথমধাপের বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচনে সংবাদ সংগ্রহে গিয়ে আনারস মার্কার চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *