Breaking News
Home / সারাদেশ / বরিশালে করোনা সন্দেহে এক জনের মৃ’ত্যু ৫শ পরিবার লক ডাউন

বরিশালে করোনা সন্দেহে এক জনের মৃ’ত্যু ৫শ পরিবার লক ডাউন

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়ায় জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে করোনা সন্দেহে আলী আকবর নামের ৩৫ বছরের এক ব্যক্তির মৃ’ত্যু হয়েছে। আলী আকবর ওই গ্রামের সোহরাব মিয়ার ছেলে। আকবর গোল্ডেন লাইন পরিবহনের সুপারভাইজার ছিলেন। বুধবার দুপুর ২টায় আলী আকবারে মৃ’ত্যু হয়। আকবরের মৃ’ত্যুর পর উপজেলা প্রশাসন ওই গ্রামের অন্তত ৫শ পরিবার লক ডাউন করেছে বলে স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন সংশ্লিষ্ঠ ইউপি চেযঅরম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি।

বাগধা ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি জানান, বুধবার দুপুরে জ্বর, গলাব্যাথা ও শ্বাসকষ্ট নিয়ে করোনা সন্দেহে আলী পূর্ব বাগধা গ্রামের আলী আকবরের (৩৫) মৃ’ত্যু হয়। আলী আকবর গোল্ডেন লাইন পরিবহনের সুপারভাইজার ছিলেন। মঙ্গলবার করোনা উপসর্গ নিয়ে আলী আকবর বাড়িতে এসেছিলেন। স্থানীয় একাধিক সূত্র জানায়, শারিরীক অসুস্থতা নিয়ে আলী আকবর ৪/৫দিন আগে বাড়িতে এসেছিল। তার অসুস্থততার খবর গোপন রেখে বাজার থেকে ঔষধ কিনে খেয়েছে এবং উন্মুক্ত ঘোরাফেরা করলেও সে হাস’পাতালে যায়নি। উপজেলা ৫০শয্যা হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন বলেন, আলী আকবর করোনায় আ’ক্রান্ত হয়ে মা’রা গেছেন কিনা তা নিশ্চিত করতে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হবে। তবে প্রাথমিকভাবে করোনায় আক্রা’ন্তদের ক্ষেত্রে যেভাবে দা’ফন কা’ফনের ব্যবস্থার নিয়ম আছে সেভাবেই আলী আকবরকে দা’ফন করা হবে।

থানা অফিসার ইন চার্জ মো. আফজাল হোসেন জানান, করোনা সন্দেহে সরকারী নিয়ম অনুযায়ি ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে দা’ফন কাফ’নের ব্যবস্থা নিশ্চিত করা হবে। আলী আকবরের মৃ’ত্যুর খবরে উপজেলা নির্বাহী অফিসার রওশান ইসলাম বুধবার বিকেলে পূর্ব বাগধা গ্রামে গিয়ে অত্যান্ত কঠোরতার মধ্য দিয়ে মৃ’ত আলী আকবরের দা’ফন কাফনের ব্যবস্থা করান। এসময় বাগধা গ্রামের অন্তত ৫শ পরিবারকে লক ডাউন ঘোষণা করেন তিনি। করোনা সন্দেহে আলী আকবরের দাফন ও লক ডাউন ঘোষণার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযো’দ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

About admin

Check Also

ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারপূর্বক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *