Breaking News
Home / সারাদেশ / প্রধানমন্ত্রীর সহযোগতিায় বাঁচতে চায় আগৈলঝাড়ার তপন বেপারী

প্রধানমন্ত্রীর সহযোগতিায় বাঁচতে চায় আগৈলঝাড়ার তপন বেপারী

জঠিল রোগ লিভার টিউমারে আক্রান্ত বরিশালের আগৈলঝাড়ার তপন কুমার বেপারী দেশে ও ভারতের ভেলোরে ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করতে গিয়ে নিজের সহায় সম্ভল সব বিক্রি করে এখন নিঃস্ব হয়ে পরেছেন।

মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগীতায় বাঁচতে চান এক কন্যা সন্তানের জনক উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মৃত সনাতন বেপারীর ছেলে তপন বেপারী। বর্তমানে অর্থাভাবে চিকিৎসা করাতে পারছে না তিনি।

দূরারোগ্য রোগে আক্রান্ত তপন জানায়, ভারতের ভেলোরের চিকিৎসকগন তার লিভারের টিউমার অপারেশন করাতে প্রায় ১২লাখ টাকার প্রয়োজন বলে জানিয়েছেন। এর আগে তিনি দেশে চিকিৎসা করাতে গিয়েই প্রায় সর্বশান্ত হয়ে গেছেন। বর্তমানে পৈত্রিক ভিটাটুকু ছারা আর কোন সম্বল নেই।

তপন তার চিকিৎসার মাধ্যমে বেঁচে থাকার জন্য (মন্ত্রী) আলহাজ¦ আবুল হাসানাত আব্দুল্লাহ -এমপি’র মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সমাজের বিত্তবানদের কাছে অর্থিক সহযোগীতা কামনা করেছেন।

আর্থিক সহযোগীতা পাঠানোর ঠিকানা বিকাশ নং-০১৭৭৭-৯৭১৭১৪, তপন কুমার বেপারী, সোনালী ব্যাংক, আগৈলঝাড়া শাখা, হিসাব নং-০৩০১১০০০১৮১৫৪।

About admin

Check Also

আগৈলঝাড়ায় বোরো চাষে লক্ষ্যমাত্রার চেয়ে ৩হাজার ১৮০ মেট্টিক টন ধান বেশী উৎপাদন

বরিশালের আগৈলঝাড়ায় চলতি ইরি-বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ৩হাজার ১৮০ মেট্টিক টন ধান বেশী উৎপাদন হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *