Breaking News
Home / সারাদেশ / বরিশালের চার ইউনিয়নে নৌকা,দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

বরিশালের চার ইউনিয়নে নৌকা,দুটিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

বরিশালের তিনটি উপজেলার সাতটি ইউনিয়নে বিচ্ছিন্ন ঘটনার মধ্যদিয়ে শেষ হয়েছে ভোটগ্রহণ। এতে তিনটি ইউনিয়নে নৌকা মার্কা নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী, দুইটিতে স্বতন্ত্র প্রার্থী এবং একটিতে বিনা প্রতিদ্বন্ধীতায় নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছেন। একটি ইউনিয়নে ফলাফল স্থগিত রয়েছে।

মেহেন্দিগঞ্জ উপজেলা রিটার্নিং কর্মকর্তা মনিরুল ইসলাম জানিয়েছেন, চরএকরিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী আলহাজ্ব আব্দুল মকিম তালুকদার, গোবিন্দপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত আমিরুল ইসলাম বেলাল মোল্লা,

লতা ইউনিয়নে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু রাশেদ মনি ও জয়নগর ইউনিয়নে চশমা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনির হোসেন হাওলাদার বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

এছাড়া হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মিলন নির্বাচিত হয়েছেন। ওই উপজেলার ধুলখোলা ইউনিয়নে সংর্ঘষের ঘটনায় ফলাফল স্থগিত রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন। বুধবার ইভিএমে সপ্তমধাপে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ হয়।

গণনা শেষে বুধবার দিবাগত রাতে স্ব স্ব উপজেলা থেকে ফলাফল ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার।
অপরদিকে উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম মাঝি বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন।

About admin

Check Also

আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *