Home / সারাদেশ / আগৈলঝাড়ায় একযুক শিকলবন্দী রুমার পাশে প্রশাসনের কর্মকর্তারা

আগৈলঝাড়ায় একযুক শিকলবন্দী রুমার পাশে প্রশাসনের কর্মকর্তারা

মানসিক ভারসাম্য হারিয়ে একযুগ শিকলবন্দী” বিনাচিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে গৃহবধূ রুমা বেগম শিরোনামে বিভিন্ন অনলাইন সংস্করনে সংবাদ প্রকাশের পর সেই রুমা বেগমের পাশে দাঁড়িয়েছেন আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

মঙ্গবার দুপুরে আগৈলঝাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন, উপজেলা সমাজ সেবা অফিসার সুশান্ত বালা,

উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা রুমা বেগমের বাবার বাড়িতে গিয়ে প্রাথমিকভাবে নগদ অর্থ ও বিভিন্ন খাদ্য সামগ্রী প্রদান করেছেন।

কর্মকর্তারা রুমা বেগমের চিকিৎসার সকল ব্যয়ভার বহনেরও ঘোষণা দিয়েছেন। এতে মহাখুশি রুমা বেগমের স্বজন, পরিবারের সদস্য ও এলাকাবাসী।

মানসিক ভারসাম্যহীন অসহায় গৃহবধূ রুমা বেগম আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের দিনমজুর মজিবর হাওলাদারের মেয়ে।

গৌরনদী উপজেলার বাঘমারা গ্রামের সেলিম হাওলাদারের সাথে ১৪ বছরের কিশোরী রুমার বিয়ে হয়েছিলো। তাদের দাম্পত্য জীবনে প্রথম সন্তান জন্মগ্রহনের পর মারা যায়।

এরপর দ্বিতীয় সন্তান জন্মগ্রহনের পর থেকে রুমা অস্বাভাবিক আচরন করা শুরু করেন। একপর্যায়ে রুমা মানসিক ভারসাম্যহীন হয়ে পরে। যা বাল্য বিয়ের ফল বলেই মন্তব্য করেছেন স্থানীয সচেতন মহর।

পরবর্তীতে স্বামী সেলিম হাওলাদার রুমাকে ডাক্তার-কবিরাজ দেখিয়ে সুস্থ করতে না পেরে বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। সেই থেকে বাবার বাড়িতে একটানা ১২ বছর যাবত শিকলবন্দী অবস্থায় রয়েছেন রুমা বেগম।

About admin

Check Also

বঙ্গবন্ধু ধান-১০০ ধান চাষে কৃষকের মাঝে সাড়া

চলতি বোরো মৌসুমে বরিশালে প্রথমবার বঙ্গবন্ধু ধান-১০০ আবাদ করেই কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। তুলনামূলক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *