Breaking News
Home / সারাদেশ / আগৈলঝাড়ায় পৃথক জু’য়ার আসর থেকে পাঁচ জু’য়ারী গ্রে’ফতার

আগৈলঝাড়ায় পৃথক জু’য়ার আসর থেকে পাঁচ জু’য়ারী গ্রে’ফতার

আগৈলঝাড়ায় পৃ’থক জু’য়ার আসর থেকে পাঁচ জু’য়ারীকে গ্রে’ফতার করেছে পুলিশ। প্রত্যেককে ১১শ টাকা করে অর্থদ’ন্ড অনাদায়ে ১৫দিনের কারাবাসের রায় প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। থানা ও আদালত সূত্রে জানা গেছে, উপজেলার ভদ্রপাড়া গ্রামে শনিবার রাতে পুলিশের এসআই জামাল হোসেন ও মোক্তার হোসেন সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ওই গ্রামের চাঁন মিয়া বেপারীর ছেলে বাচ্চু বেপারী, মানিক বেপারীর ছেলে রাসেল বেপারী, মৃ’ত নিরঞ্জন সমদ্দারের ছেলে বিপ্লব সমদ্দার এবং ফুল্লশ্রী গ্রাম থেকে শাহেব আলী ফকিরের ছেলে সবুজ ফকির, সলেমান ফকিরের ছেলে মানিক ফকিরকে জুয়া খেলার সময় হাতেনাতে গ্রে’ফতার করে। এসময় গ্রে’ফতারকৃ’ত জু’য়ারীদের অপর সহযোগীরা পুলিশের হাত থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।

গ্রে:ফতারকৃ’তদের রবিবার সকালে ভ্রাম্যামন আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার রওশন ইসলাম চৌধুরী প্রত্যেক জঙয়ারীকে জুয়া খেলার অপ’রাধে ১শ টাকা করে পাঁচ জনকে ৫শ টাকা ও করো’না মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় না রাখার অপ’রাধে ১হাজার টাকা করে পাঁচ জনকে পাঁচ হাজার টাকা জরি’মানা অনাদায়ে ১৫দিনের কারা’দন্ডর রায় প্রদান করেন। দন্ড প্রাপ্তরা ৫হাজার ৫শ টাকা অর্থ দন্ড প্রদানের মাধ্যমে মুক্তি লাভ করে।

About admin

Check Also

আগৈলঝাড়ায় বোরো চাষে লক্ষ্যমাত্রার চেয়ে ৩হাজার ১৮০ মেট্টিক টন ধান বেশী উৎপাদন

বরিশালের আগৈলঝাড়ায় চলতি ইরি-বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ৩হাজার ১৮০ মেট্টিক টন ধান বেশী উৎপাদন হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *