Breaking News
Home / সারাদেশ / “সেরাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়” নামকরণ বাস্তবায়নের ঘোষণা

“সেরাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়” নামকরণ বাস্তবায়নের ঘোষণা

১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের আগেই বিদ্যালয়ের বর্তমান নাম পরিবর্তন করে “সেরাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়” এর নাম করণ বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস।

এলক্ষে মঙ্গলবার দুপুরে উপজেলার সেরাল বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস।

পরিদর্শনের সময়ে তিনি ম্যানেজিং কমিটির সভাপতি, সদস্যবৃন্দ এবং শিক্ষক মন্ডলীর সাথে মতবিনিময় সভা করেন। ওই সভায় বর্তমানে বিদ্যালয়ের নাম করনের সাথে দেশের কৃতী সন্তান, অন্যতম মুক্তিযোদ্ধা সংগঠক, কৃষক কুলের নয়নমনি,

১৫ আগষ্ট জাতির পিতার পরিবারের সাথে পরিবার সদস্যদের নিয়ে শহীদ হওয়া সাবেক মন্ত্রী আব্দুর রব সেরনিয়াবাতের নাম সংযুক্ত করে “সেরাল শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়” নাম করনের প্রস্তাব গ্রহন করেন।

আগামী ১৫ আগষ্ট জাতীয় শোক দিবসের পূর্বেই নামকরণ বাস্তবায়ন করারও প্রতিশ্রুতি দেন বোর্ড চেয়ারম্যান। এসময় তাকে শুভেচ্ছা জানানোর জন্য রাখা ফুল দিয়ে দিয়ে শহীদ আব্দুর রব সেরনিয়াবাতে প্রতি শ্রদ্ধা নিবেন করেন বোর্ড চেয়ারম্যান।

শিক্ষা বোর্ড চেয়ারম্যানের সাথে উপস্থিত ছিলেন বোর্ডের বিদ্যালয় পরিদর্শক মো. জামাল উদ্দিন, চেয়ারম্যানের একান্ত সচিব প্রনব হালদার, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ,

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন, গৈলা মডেল ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, আওয়ামী লীগ নেতা ফরহাদ তালুকদার, প্রধান শিক্ষক মো. মাহমুদ হোসেন, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি সেলিম মল্লিক, আসাদ সেরনিয়াবাত,

ইলিয়াস সেরনিয়াবাত বোর্ড কর্মচারী সংঘের সভাপতি আবু জাফর শিকদার, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারণ সম্পাদক গোলাম নবী সেরনিয়াবাত, ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত, স্থানীয় ইউপি সদস্য মারূফ সেরনিয়াবাতসহ স্থানীয় গ্রন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষক মন্ডলী।

সভা শেষে বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস বিভিন্ন শ্রেণি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এসময় “কারাগারে রোজ নামচা ও বঙ্গ বন্ধুর আত্মজীবনী লেখা ২০টি বই বোর্ডের উপহার হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য প্রদানের ঘোষনা প্রদান করেন।

About admin

Check Also

আগৈলঝাড়ায় সুদি ব্যবসায়ির কাছে জিম্মি হয়ে পরেছে দিন মজুরের পরিবার

বরিশালের আগৈলঝাড়ায় স্থানীয় সুদি ব্যবসায়ির কাছে জিম্মি হয়ে পরেছে অসহায় একটি দিনমজুর পরিবার। বিশ হাজার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *