Breaking News
Home / সারাদেশ / বরিশালে পাসের হারে এবারও মেয়েরা এগিয়ে

বরিশালে পাসের হারে এবারও মেয়েরা এগিয়ে

এসএসসি পরীক্ষায় বরিশাল বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৭৯ দশমিক ৭০ শতাংশ। বিগত বছরের ন্যায় গড় পাসের হারে এবং জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। মেয়ে শিক্ষার্থীদের পাসের হার ৮২ দশমিক ৬৭ এবং ছেলে শিক্ষার্থীদের পাসের হার ৭৬ দশমিক ৭২ শতাংশ। পাশাপাশি ২ হাজার ৩৭৪ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছে এবং ২ হাজার ১০৯ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। বিষয়ভিত্তিক পাশের হারে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগেও এগিয়ে রয়েছে মেয়েরা।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ১ হাজার ৪৩২টি স্কুল থেকে ১ লাখ ১২ হাজার ৪৩৬ জন শিক্ষার্থী ১৭৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো। শিক্ষাবোর্ডের মধ্যে পা‌সের হারে এগিয়ে রয়েছে পি‌রোজপুর জেলা। গত বছরের চেয়ে এবার পাশের হার ও জিপিএ-৫ এর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

৫৪ কেন্দ্রে শতভাগ পাসঃ বরিশাল শিক্ষাবোর্ডে এসএসসি পরীক্ষায় ৫৪টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা শতভাগ পাস করেছে। যারমধ্যে বরিশাল জেলায় সর্বোচ্চ ১৪টি, পটুয়াখালীতে ১০টি, পিরোজপুরে নয়টি, ঝালকাঠিতে নয়টি, ভোলায় ছয়টি ও বরগুনা জেলায় ছয়টি বিদ্যালয় রয়েছে। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, এবার পাস করেনি এমন কোন বিদ্যালয় নেই।

About admin

Check Also

আগৈলঝাড়ায় বোরো চাষে লক্ষ্যমাত্রার চেয়ে ৩হাজার ১৮০ মেট্টিক টন ধান বেশী উৎপাদন

বরিশালের আগৈলঝাড়ায় চলতি ইরি-বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে ৩হাজার ১৮০ মেট্টিক টন ধান বেশী উৎপাদন হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *